জোহানেসবার্গ: এক সময় তাঁর ফিটনেস নিয়ে ছিল বিরাট প্রশ্নচিহ্ন। ভারতীয় দল থেকে ফিটনেসের অভাবেই ছিটকে গিয়েছিলেন তিনি। তবে ভাল আইপিএল পারফরম্যান্সের পর আবারও জাতীয় দলে ফেরেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (IND vs SA) তো তাঁর স্পিন ভেল্কি ভারতের জয়ের অন্যতম প্রধান কারণ।


রামধনুর দেশে বরুণের বোলিংয়ে মুগ্ধ আট থেকে আশি। আন্তর্জাতিক কেরিয়ারের শুরুতে ছয় ম্যাচে মাত্র দুই উইকেট ছিল তাঁর ঝুলিতে। প্রোটিয়াদের বিরুদ্ধে কেরিয়ার সেরা পাঁচ উইকেটসহ মোট ১২টি উইকেট নেন তারকা স্পিনার। ভারতীয় হিসাবে এক দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ়ে বরুণই সর্বোচ্চ উইকেট নেওয়ার মালিক হয়ে গেলেন। অনবদ্য এক সিরিজ়ের পর বরুণের দাবি তাঁর সাফল্যে রবি বিষ্ণোইয়েরও কৃতিত্ব রয়েছে। তাঁদের দুইয়ের পার্টনারশিপই সাফল্য এনে দিয়েছে বলে মনে করছেন বরুণ।


সিরিজ় শেষে বরুণ বলেন, 'গত দুই ম্যাচে মাঠ ছোট ছিল, তাই বেশ কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছিল। কয়েকটি ছক্কাও হজম করতে হয়েছে। সবসময় একটা মিস হিটেই কিন্তু উইকেট নেওয়ার সুযোগও ছিল। আমরা তো এই সিরিজ়ে তিন স্পিনার নিয়ে মাঠে নেমেছিলাম এবং তাতে সাফল্যও আসে। আমি ও বিষ্ণোই একটা পার্টনারশিপ তৈরি করে সাফল্য পাই।' বরুণ নিজের পরিকল্পনা সম্পর্কে আরো জানান, 'এই পিচে নির্দিষ্ট পরিসরে থাকাটাই শ্রেয় ছিল। আমি বেশ কয়েকটা শর্ট বলও করেছিলাম। তাতেও কিন্তু সাফল্য পেয়েছি।'


২৮৪ রানের লক্ষ্যমাত্রা টি-টোয়েন্টি ক্রিকেটে কিছুটা অস্বাভাবিকই বটে। চাপে পড়ে শুরু থেকেই উইকেট হারাতে শুরু করে দক্ষিণ আফ্রিকা। প্রথম ওবারের তৃতীয় বলেই অর্শদীপের আঘাত। খাতা খোলার আগেই ফিরে যান রেজা হেন্ড্রিক্স। ওপর ওপেনার রিকেলটনকে ফিরিয়ে দেন হার্দিক। অধিনায়ক মারক্রাম ৮ রানের মাথায় অর্শদীপের শিকার হয়ে ফেরেন। ক্লাসেনকেও খাতা খোলার সুযোগ না দিয়েই প্যাভিলিয়নের রাস্তা দেখান অর্শদীপ। একটা সময় মাত্র ১০ রান বোর্ডে তুলতেই ৪ উইকেট খুঁইয়ে ফেলেছিল প্রোটিয়া বাহিনী। সেখান থেকে ত্রিস্টান স্টাবস ও ডেভিড মিলার মিলে দলের হাল ধরেন। স্টাবস ৪৩ রান করে বিষ্ণোইয়ের বলে আউট হয়ে ফেরেন। ৩৬ রানের ইনিংস খেলে ডেভিড মিলার বরুণ চক্রবর্তীর শিকার হয়ে ফেরেন। একটি উইকেট নেন রমনদীপ। ২ উইকেট নেন অক্ষর পটেল। শেষ পর্যন্ত ১৮.২ ওভারে অল আউট হয়ে যায় প্রোটিয়া শিবির।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: বর্ডার-গাওস্কর ট্রফিতে বিরাট, রোহিতের ব্য়াটিং পরামর্শদাতা হবেন সচিন তেন্ডুলকর?