India vs Australia LIVE: অপ্রতিরোধ্য টিম ইন্ডিয়া, ২৪ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে রোহিতরা
IND vs AUS Live: টুর্নামেন্টে একমাত্র দল হিসেবে এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে ভারত। রোহিত শর্মার নেতৃত্বে টিম ইন্ডিয়া গ্রুপ শীর্ষে থেকে সুপার এইটে পৌঁছেছিল। সুপার এইটেই ছিনিয়ে নিল শীর্ষস্থান।
নির্ধারিত ২০ ওভারে ১৮১/৭ স্কোরে আটকে গেল অস্ট্রেলিয়া। ২৪ রানে ম্যাচ জিতে সেমিফাইনালে ভারত।
টিম ডেভিডকে (১৫ রান) ফেরালেন অর্শদীপ। ১৮ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৬৭/৭।
বিরাট ধাক্কা বুমরার। ফেরালেন ট্র্যাভিস হেডকে (৪৩ বলে ৭৬ রান)। ১৭ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৫৩/৫।
মার্কাস স্টোইনিসকে (২) ফেরালেন অক্ষর পটেল। ১৫ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১৪১/৪।
কুলদীপের ঘূর্ণিতে বোল্ড ম্যাক্সওয়েল। ১৩.১ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ১২৮/৩।
২৮ বলে ৩৭ করে ফিরলেন মিচেল মার্শ। কুলদীপ যাদবের বলে দুরন্ত ক্যাচ অক্ষর পটেলের। ১০ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৯৯/২।
পাওয়ার প্লের শেষ ওভারে হার্দিকের বিরুদ্ধে ১৭ রান তুলেছিল অস্ট্রেলিয়া। তবে সপ্তম ওভারে মাত্র চার রান খরচ করলেন কুলদীপ যাদব। ৭ ওভার শেষে স্কোর ৬৯/১। হেড ২৭ ও মার্শ ৩৪ রানে ব্যাট করছেন।
৫ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৪৮/১। ক্রিজে ট্র্যাভিস হেড ও মিচেল মার্শ।
প্রথম ওভারেই ভয়ঙ্কর ডেভিড ওয়ার্নারকে ফেরালেন অর্শদীপ। ১ ওভারের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৬/১।
২০ ওভারে ভারত তুলল ২০৫/৫। ১৭ বলে ২৭ রানে অপরাজিত হার্দিক। ম্যাচ জিততে হলে অস্ট্রেলিয়াকে তুলতে হবে ২০৬ রান।
২২ বলে ২৮ রান করে ফিরলেন শিবম দুবে। ১৯ ওভারের শেষে ভারতের স্কোর ১৯৫/৫।
অ্যাডাম জ়াম্পার বলে ব্যক্তিগত ৪ রানে থাকা হার্দিক পাণ্ড্যর ক্যাচ ফেলে দিলেন মিচেল মার্শ। ১৭ ওভারের শেষে ভারতের স্কোর ১৭১/৪।
স্টার্কের ওভারে ১৬ বলে ৩১ রান করে কট বিহাইন্ড সূর্যকুমার যাদব। ১৫ ওভারের শেষে ভারতের স্কোর ১৬২/৪।
১৪ ওভারের শেষে ভারতের স্কোর ১৫৫/৩। ক্রিজে আক্রমণাত্মক মেজাজে শিবম দুবে ও সূর্যকুমার যাদব।
৪১ বলে ৯২ রান করে স্টার্কের বলে বোল্ড রোহিত। ১১.২ ওভারে ভারতের স্কোর ১২৭/৩।
৮.৪ ওভারে ১০০ রান পূর্ণ ভারতের। ৯ ওভারের শেষে ভারতের স্কোর ১০২/২।
১৪ বলে ১৫ রান করে স্টোইনিসের বলে আউট পন্থ। ২৯ বলে ৭৬ করে অপরাজিত রোহিত। ৮ ওভারের শেষে ভারতের স্কোর ৯৩/২।
বিধ্বংসী ছন্দে রোহিত শর্মা। ২৪ বলে ৫৯ রানে ক্রিজে। সঙ্গে পন্থ। ৭ ওভারের শেষে ভারতের স্কোর ৭৬/১।
১৯ বলে হাফসেঞ্চুরি রোহিতের। ৫ ওভারের শেষে ভারতের স্কোর ৫২/১।
প্যাট কামিন্সকে বিরাট ছক্কা মারলেন রোহিত। ১০০ মিটারের দূরত্ব অতিক্রম করে বল গিয়ে পড়ল স্টেডিয়ামের ছাদে। তবে তারপরই নামল বৃষ্টি। ৪.১ ওভারে ভারতের স্কোর ৪৩/১।
স্টার্কের এক ওভারে চার ছক্কা ও এক বাউন্ডারি রোহিতের। ২৯ রান উঠল এক ওভারে। ৩ ওভারের শেষে ভারতের স্কোর ৩৫/১।
জশ হ্যাজলউডের শর্ট বলে পুল করতে গিয়ে আউট কোহলি। ফিরলেন শূন্য রানে। ২ ওভারের শেষে ভারতের রান ৬/১।
১ ওভারের শেষে ভারতের স্কোর ৫/০। ক্রিজে রোহিত শর্মা ও বিরাট কোহলি।
সোমবারের ম্য়াচে মহাগুরুত্বপূর্ণ টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠালেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। জানিয়ে দিলেন, তাঁরা পরে ব্যাট করে রান তাড়া করার কৌশল নিচ্ছেন। যাতে রান রেট ভাল করার সুযোগও পাওয়া যায়। এগনো যায় অঙ্ক কষে।
টস জিতে ভারতকে শুরুতে ব্যাট করতে পাঠালেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ।
টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি জয়ের হার ভারতের। টি-২০ বিশ্বকাপে ৬৯ শতাংশ ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া।
আফগানিস্তানের কাছে অস্ট্রেলিয়ার পরাজয় ভুলে ভারতের বিরুদ্ধে মিচেল মার্শদের মাঠে নামার পরামর্শ দিয়েছেন খাওয়াজা। বলেছেন, 'আমাদের এখনও সুযোগ রয়েছে। আমাদের ভারতকে হারাতে হবে। বিশ্বকাপ নিয়ে যখন চাপ তৈরি হয়, অস্ট্রেলিয়া সব সময়ই এগিয়ে থাকে। বিপজ্জনক দল হয়ে ওঠে।'
টি-২০ বিশ্বকাপে সোমবার মহারণ। সুপার এইটের ম্যাচে ভারতের সামনে অস্ট্রেলিয়া (Ind vs Aus)। যে ম্যাচের ওপর দাঁড়িয়ে রয়েছে সেমিফাইনালের ভাগ্য। ভারত কার্যত সেমিফাইনালে পৌঁছেই গিয়েছে। এই গ্রুপ থেকে লড়াই মূলত অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের। তবে সোমবার যদি অস্ট্রেলিয়া ভারতকে বিরাট ব্যবধানে হারিয়ে দেন, অন্য ম্যাচে আফগানিস্তান বড় ব্যবধানে হারায় বাংলাদেশেকে, তাহলে ভারতের ছিটকে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সোমবারের ম্যাচে ফেভারিট কারা? অস্ট্রেলিয়ার ক্রিকেটার উসমান খাওয়াজা সতর্ক করছেন, অস্ট্রেলিয়া খোঁচা খাওয়া বাঘের মতো। আফগানিস্তানের কাছে হারলেও, এখনই মুছে ফেলা উচিত নয় মিচেল মার্শদের। প্রাইম ক্যাফে উদ্বোধনে খাওয়াজা বলেছেন, 'আফগানিস্তান খুব শক্তিশালী দল। আগের বিশ্বকাপেও ওদের কাছে হেরে যেতে পারতাম।'
এখনও পর্যন্ত টি-টোয়েন্টি ফর্ম্য়াটে মোট ৩১টি ম্য়াচে মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। তার মধ্যে ১১ বার জয় ছিনিয়ে নিয়েছে অজিরা। অন্য়দিকে ১৯ বার জিতেছে ভারতীয় দল।
প্রেক্ষাপট
সেন্ট লুসিয়া: অস্ট্রেলিয়াকে ২৪ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল ভারত। এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসাবে কারা যাবে সেমিফাইনালে। লড়াইয়ে অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও বাংলাদেশ।
অস্ট্রেলিয়াকে আফগানিস্তান হারিয়ে দেওয়ার পর সুপার এইটের ভারতের গ্রুপের লড়াই কিন্তু বেশ জমে উঠেছে। আফগানিস্তানও এখন উঠে এসেছে সেমিতে ওঠার অন্যতম দাবিদার হিসেবে। আর তাই আজ ভারত বনাম অস্ট্রেলিয়া (IND vs AUS) ম্য়াচ মূলত মার্শবাহিনীর কাছে ডু অর ডাই। টুর্নামেন্টে একমাত্র দল হিসেবে এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে ভারত (Team India)। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে টিম ইন্ডিয়া গ্রুপ শীর্ষে থেকে সুপার এইটে পৌঁছেছিল। এখানেও তারা হারিয়ে দিয়েছে বাংলাদেশ ও আফগানিস্তানকে হারিয়ে দিয়েছে।
সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামের পিচ মূলত ব্যাটারদের জন্য আদর্শ। এখানে বোলারদের একটু কঠিন চ্যালেঞ্জের মুখেই পড়তে হয়। তাই টস জিতে যে কোনও অধিনায়কই ব্যাটিং নেওয়ার কথাই ভাববেন। এখনও পর্যন্ত টি-টোয়েন্টি ফর্ম্য়াটে মোট ৩১টি ম্য়াচে মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। তার মধ্যে ১১ বার জয় ছিনিয়ে নিয়েছে অজিরা। অন্য়দিকে ১৯ বার জিতেছে ভারতীয় দল। অর্থাৎ ইতিহাস কিন্তু বলছে পাল্লা ভারী টিম ইন্ডিয়ারই। কিন্তু সাম্প্রতিক সময়ে আইসিসি ইভেন্টে গুরুত্বপূর্ণ ম্য়াচেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হয়েছে রোহিত শর্মার দলকে। যা কিছুটা চাপে রাখবে আজ তাদের।
ভারতীয় দল এখনও পর্যন্ত টুর্নামেন্টে যে দল খেলিয়েছে, তাতে খুব একটা পরিবর্তন করেনি। শুধুমাত্র সিরাজের বদলে কুলদীপ ঢুকেছেন শেষ ২ ম্য়াচে। এই ম্য়াচেও হয়ত তেমনই থাকবে ফর্মেশন। উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবেন না রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড়। সেক্ষেত্রে কুলদীপ যদি খেলেন, তবে তিন স্পিনার থাকবে আজকের ভারতীয় একাদশে। অন্যদিকে অস্ট্রেলিয়ার হয়ে আফগানিস্তান ম্যাচে ফর্মে ফিরেছেন গ্লেন ম্য়াক্সওয়েল। এছাড়াও ব্যাটে-বলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন মার্কাস স্টােইনিস।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -