আমদাবাদ: অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাওস্কর ট্রফির (Border Gavas) মাঝপথে আর অশ্বিন আচমকা অবসর নিয়েছেন। তারপর পরিবর্ত হিসাবে ডাকা হয়েছিল তনুশ কোটিয়ানকে। সুযোগ পাননি অক্ষর পটেল। যা নিয়ে অনেকে অবাক হয়েছিলেন। যদিও রোহিত শর্মা পরে ইঙ্গিত দিয়েছিলেন, কেন বাঁহাতি স্পিনার অলরাউন্ডারকে অস্ট্রেলিয়ায় উড়িয়ে নিয়ে যাওয়া হয়নি।
অবশেষে সকলের কৌতূহল নিরসন করলেন অক্ষর নিজেই। সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করলেন সুখবর। ভারতের অলরাউন্ডার অক্ষর পটেল (Axar Patel) এবং তাঁর স্ত্রী মেহার পুত্র সন্তান হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অক্ষর জানিয়েছেন যে, গত ১৯ ডিসেম্বর তাঁরা তাঁদের প্রথম সন্তানকে স্বাগত জানিয়েছেন। সেই সঙ্গে পুত্রসন্তানের একটি ছবিও দিয়েছেন অক্ষর। তবে মুখ দেখা যায়নি সদ্যোজাতর। ছবিতে তাঁদের নবজাতকের পরনে রয়েছে ভারতের জার্সি। সেই সঙ্গে পটেল দম্পতি তাদের সন্তানের নামও প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়।
সদ্যোজাতর কী নাম রেখেছেন অক্ষর-মেহা? হক্স পটেল। অক্ষর সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'ও এখনও লেগসাইড থেকে অফ সাইড খুঁজে বার করছে, কিন্তু আমরা ওকে আমাদের সমস্ত ভক্তদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আর অপেক্ষা করতে পারলাম না। স্বাগত হক্স পটেল। ভারতের সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে বড় ভক্ত, এবং আমাদের হৃদয়ের সবচেয়ে কাছের অংশ। ১৯ - ১২ - ২০২৪।'
আরও পড়ুন: পি ভি সিন্ধুর রিসেপশনে চাঁদের হাট, অলিম্পিক্সে জোড়া পদকজয়ীর অনুষ্ঠানে মেন্যুতে কী ছিল?
সম্প্রতি আর অশ্বিন অবসর নেওয়ায় বর্ডার গাওস্কর ট্রফিতে ভারতীয় দলে ডেকে নেওয়া হয় তনুশ কোটিয়ানকে। কেন অক্ষরকে ডাকা হয়নি তার কারণ হিসেবে রোহিত শর্মা সেই সময়ই বলেছিলেন, 'অক্ষরের সদ্য সন্তান হয়েছে। ও এখনই এখানে আসতে পারবে না।' যদিও অক্ষর নিজে তখন আনুষ্ঠানিকভাবে সন্তান জন্মের খবর জানাননি।
গত অক্টোবরেই পটেল দম্পতি জানিয়েছিলেন যে, তারা প্রথম সন্তান আগমনের অপেক্ষায়। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অক্ষরের। সেমিফাইনাল ম্যাচের সেরাও হয়েছিলেন।
আরও পড়ুন: খেলেছেন ইউসুফ পাঠান-হুডাদের বিরুদ্ধে, হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ঊনচল্লিশেই মৃত্যু!
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।