সিডনি: বর্ডার গাওস্কর ট্রফিতে (Border Gavaskar Trophy) এমনিতেই পিছিয়ে ভারত। এই পরিস্থিতিতে দলের সবচেয়ে বড় তুরুপের তাস যিনি তিনিই চোটে কাহিল। সিডনি টেস্টে দ্বিতীয় দিনেই চোটের জন্য মাঠ ছেড়েছিলেন। স্ক্যান করিয়ে স্টেডিয়ামে ফিরলেও মাঠে নামেননি আর। রবিবার ম্য়াচের তৃতীয় দিনে তিনি ব্যাট করতে নামবেন কি না, তা নিয়েও প্রশ্ন ছিল। তিনি নামলেন, কিন্তু শূন্য রানেই প্যাভিলিয়ন ফিরলেন। তবে ভারতীয় সমর্থকদের চিন্তা বাড়িয়ে বল হাতে লাঞ্চ পর্যন্ত মাঠে দেখা গেল না জসপ্রীত বুমরাকে (Jasprit Bumrah)। এই ম্যাচে তিনিই অধিনায়ক ছিলেন। কিন্তু তাঁর অনুপস্থিতিতে স্ট্যান্ড ইন ক্য়াপ্টেন হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন বিরাট কোহলি।
চলতি বর্ডার গাওস্কর ট্রফিতে গোটা সিরিজে অস্ট্রেলিয়ার ব্যাটারদের কাছে ত্রাস বুমরা। অন্য়ান্য ভারতীয় বোলাররা সেভাবে ছাপ ফেলতে না পারলেও যতটুকু যা করেছেন তা বুমরাই। একাই ৩২ উইকেট ঝুলিতে পুরে নিয়েছেন চলতি সিরিজ থেকে। ভারতীয় বোলারদের মধ্যে দেশের বাইরে যে কোনও সফরে এসে টেস্টে সিরিজে সর্বাধিক উইকেট নেওয়ার মালিক হয়ে গিয়েছেন বুমরা।
সিডনি টেস্টে তৃতীয় দিনে খেলা শুরুর আগে অবশ্য বুমরাকে অনেকবার দেখা গিয়েছে মাঠে ফিজিও টিমের সঙ্গ সময় কাটাতে। মেডিক্যাল টিমের সদস্যরাও ছিলেন। কিন্তু সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণদের সঙ্গে বােলিং অনুশীলনে একবারও দেখা যায়নি। তবে সূত্র মারফৎ জানা গিয়েছে যে যদি একান্তই খুব প্রয়োজন হয়, সেক্ষেত্রে হয়ত বল হাতে দেখা যাবে বুমরাকে। কিন্তু তেমন না হলে তারকা পেসার হয়ত রিস্ক নিয়ে মাঠে নামবেন না।
ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে গিয়েছিল ১৮৫ রানে। জবাবে অস্ট্রেলিয়া তাঁদের প্রথম ইনিংসে বোর্ডে তুলতে পারে ১৮১ রান। কিন্তু দ্বিতীয় ইনিংসে লিড নিয়ে ব্যাট করতে নামলেও মাত্র ১৫৭ রানেই অল আউট হয়ে যায় ভারত। ১৬১ রানে এগিয়ে ছিল তারা। অস্ট্রেলিয়ার লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১৬২। যা তাড়া করতে নেমে মধ্যাহ্নভোেজের বিরতির আগে পর্যন্ত অজি শিবির ৩ উইকেট হারিয়ে বোর্ডে ৭১ রান তুলে নিয়েছে। ক্রিজে আছেন ট্রাভিস হেড ও উসমান খাওয়াজা।