সিডনি: আইপিএলে একই দলে খেলেছেন। আন্তর্জাতিক স্তরে ২ টো আলাদা দেশের হয়ে খেললেও তাঁদের মধ্যে অফফিল্ড বন্ধুত্ব কিন্তু রয়েছে। দু জনেই বিশ্বমানের ক্রিকেটার। মাঠে সম্মুখ সমরে নামলে, কেউ কাউকে ছেড়ে কথা বলেন না। বছরের শেষে হতে চলা বর্ডার-গাওস্কর ট্রফি আগে এবার মাঠের বাইরের লড়াইয়ে নেমে পড়লেন মিচেল স্টার্ক। নিজের বক্তব্যে তুলে ধরলেন বিরাট কোহলির সঙ্গে তাঁর ডুয়েলের কথাও।


টেস্টের আঙিনায় কোহলি ও স্টার্ক পরস্পর মুখোমুখি হয়েছেন মোট ১৯ বার। প্রায় এক তরফা আধিপত্য দেখিয়েছেন কিং কোহলিই। প্রায় ৫৯ ব্যাটিং গড়ে মোট ২৯১ রান ঝুলিতে পুরেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। কেকেআরের হয়ে আইপিএল জয়ী স্টার্ক বলেন, ''বিরাটের উল্টোদিকে বল করাটা সবসময় উপভোগ করি আমি। কারণ আমরা দীর্ঘদিন ধরে খেলছি। একে অপরের বিরুদ্ধে অনেকবার খেলেছি। প্রচুর স্মৃতি আছে। আমার মনে হয় অন্তত এক-দুবার আমি ওঁকে আউট করতে পেরেছিলাম। আর সবাই জানে বিরাট বিশ্বমানের ব্যাটার। আমার বিরুদ্ধেও রান করেছে অনেক। এটা ভীষণ উপভোগ্য লড়াই হয়। আমরা দুজনেই মুখিয়ে থাকি একে অপরের বিরুদ্ধে খেলার জন্য।''


অন্য়দিকে অজি অলরাউন্ডার গ্লেন ম্য়াক্সওয়েল মনে করেন বর্ডার গাওস্কর ট্রফিতে সবার নজর থাকবে বিরাট-স্মিথ ডুয়েলের দিকে। তারকা অজি অলরাউন্ডার বলছেন, ''বিরাট ও স্মিথ দুজনেই বিশ্বমানের। ওঁদের ব্যাটিংয়ের পরিসংখ্যান দেখলেই তা পরিষ্কার হয়ে যায়। আসন্ন বর্ডার গাওস্কর ট্রফিতে দুটো দলের কাছেই প্রধান অস্ত্র কিন্তু এই দুই ব্যাটার। তাঁরা যত ভাল পারফর্ম করতে পারবেন, ততই সেই দলের সিরিজে ভাল পারফর্ম করার সুযোগ বাড়বে।'' 


কিছুদিন আগে স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে লিঁয় জানিয়েছেন যে ভারত অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কােহলি ও উইকেট কিপার ব্যাটার ঋষভ পন্থ এই তিনজনের থেকে সতর্ক থাকতে হবে অজি বোলিং অ্য়াটাককে। লিঁয় বলছেন, ''রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ এই তিন ব্যাটার ভারতের ব্যাটিং লাইন আপের প্রধান মুখ। কিন্তু এছাড়াও এরপর রয়েছেন গিল, জয়সওয়াল ও জাডেজা। তাই অবশ্যই শক্তিশালী ব্যাটিং লাইন আপ। তাই আমাদের বোলিং লাইন আপকে সজাগ থাকতেই হবে। বিশেষ করে এই রোহিত, বিরাট, পন্থকে ফেরাতেই হবে।''


আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টেই কি এই মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন বুমরা?