চেন্নাই: ভারতকে ১৪৪/৬ করে দেওয়ার পরেও চেন্নাইয়ে প্রথম টেস্টের প্রথম দিনের শেষে অস্বস্তিতে বাংলাদেশ। আর অশ্বিন ও রবীন্দ্র জাডেজার অবিচ্ছেদ্য সপ্তম উইকেটে ১৯৫ রানের পার্টনারশিপের সুবাদে দিনের শেষে ভারতের স্কোর ৩৩৯/৬। ম্যাচের রাশ এখন ভারতের হাতে।


যদিও বাংলাদেশের (India vs Bangladesh) কৌশল দেখে হতাশ, ক্ষুব্ধ বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল (Tamim Iqbal)। যিনি নিজে এখন চেন্নাইয়ে রয়েছেন। ভারত বনাম বাংলাদেশ টেস্ট সিরিজে ধারাভাষ্যকার হিসাবে কাজ করছেন। বাংলাদেশের কৌশলে একটা বড়সড় ভুল দেখছেন তামিম। কী সেই গলদ?


তামিমের মতে, শাকিব আল হাসানকে বল করানোয় দেরি করে ফেলেছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম দিন ভারতীয় ইনিংসের ৫৩তম ওভারে শাকিবের হাতে বল তুলে দেন শান্ত। ততক্ষণে আর অশ্বিন ও জাডেজা - দুজনই ক্রিজে জমে গিয়েছেন। ক্রিজে সেট হয়ে গিয়েছেন দুই অলরাউন্ডার।


তামিমের মতে, বাংলাদেশের পরিকল্পনার ভুলেই এই সুবিধা পেল ভারত। বিশেষ করে শাকিবকে দেরিতে আক্রমণে আনা নিয়ে একেবারেই খুশি নন তামিম। সদ্য কাউন্টি চ্যাম্পিয়নশিপে সমারসেটের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়ে ফিরেছেন শাকিব।


যদিও চেন্নাইয়ে টেস্টের প্রথম দিনের শেষে শাকিবের বোলিং ফিগার ৮-০-৫০-০। ওভার প্রতি ৬.১২ রান করে খরচ করেছেন বাঁহাতি স্পিনার। বাংলাদেশের হয়ে প্রথম দিন যে ৬ জন বোলার হাত ঘুরিয়েছেন, সকলের মধ্যে নিকৃষ্টতম বোলিং ফিগার শাকিবেরই।



তামিম ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে বলেছেন, 'বাংলাদেশ কৌশলে ভুল করেছে কারণ শাকিব আরও আগে বোলিং করতে পারত। বল আরও নতুন থাকতে থাকতে আক্রমণে আসতে পারত। উইকেটে স্যাঁতস্যাঁতে ভাব ছিল। তাতে ও হয়তো কিছুটা সুবিধা পেত। আমার মতে ও অনেক দেরিতে বল করতে এসেছে।'


অশ্বিন ও জাডেজা শাকিবের বোলিংয়ে পাল্টা আক্রমণের কৌশল নেন। প্রথম ২ ওভারেই ২১ রান খরচ করেন শাকিব। তাঁকে চার ছক্কা মারেন দুই ভারতীয় ব্যাটারই।


আরও পড়ুন: সমাজের মহিষাসুরেরা নিপাত যাক, প্রার্থনায় বিশেষ অনুষ্ঠান করছেন ডোনা


শাকিবের ব্যর্থতার দিন বাংলাদেশের হয়ে বল হাতে জ্বলে ওঠেন পেসার হাসান মাহমুদ। বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমন গিল ও ঋষভ পন্থকে ফেরান তিনি।



আরও পড়ুন: আর জি কর কাণ্ডে কুরুচিকর ভাষায় আক্রমণ, সাইবার ক্রাইম শাখায় অভিযোগ সৌরভের