কলকাতা: আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ (IND vs ENG T20 Series)। প্রথম ম্য়াচটি আয়োজিত হবে ইডেন গার্ডেন্সে। সাধারণ দর্শকদের জন্য টিকিটের দামও ঘোষণা করে দিল সিএবি (CAB)। আগামী ১৪ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত মিলবে ভারত-ইংল্যান্ড প্রথম টি-টোয়েন্টি ম্যাচের টিকিট। যার ন্যূনতম মূল্য শুরু হচ্ছে ৮০০ টাকা থেকে।
ক্রিকেট অ্য়াসোসিয়েশন অফ বেঙ্গলের সচিব নরেশ ওঝা বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিয়েছেন টিকিটের সম্পর্কে। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্য়াচের জন্য সাধারণ মানুষকে কত খরচ করতে হবে পকেট থেকে, তাও জানিয়ে দেওয়া হয়েছে সিএবির তরফে। টিকিটের দাম ১৩০০, ২০০০ ও ২৫০০। ইডেন গার্ডেন্সের ৪ নম্বর গেট থেকে টিকিট পাওয়া যাবে। ১৪-১৬ জানুয়ারি পর্যন্ত সকাল ১১ থেকে সন্ধে ৬ পর্যন্ত টিকিট পাওয়া যাবে। অনলাইনে টিকিট বুক করা যাবে জোম্য়াটো, ইনসাইডার.ইন ও পেটিএম থেকে।
নজির গড়ার সামনে হার্দিক
ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। এখনও পর্যন্ত ব্রিটিশদের বিরুদ্ধে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্য়াটে মোট ১৪ উইকেট নিয়েছেন। এই তালিকায় সবার আগে রয়েছেন যুজবেন্দ্র চাহাল। তিনি মোট ১৬টি উইকেট নিয়েছেন বাটলারদের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে। আর মাত্র ৩টি উইকেট নিলেই চাহালকে টেক্কা দিয়ে ভারতীয়দের মধ্যে সর্বাধিক উইকেট শিকারি হয়ে যাবেন হার্দিক এই ফর্ম্য়াটে ইংল্য়ান্ডের বিরুদ্ধে। চাহাল মোট ১১ ম্য়াচ খেলে ১৬ উইকেট নিয়েছিলেন। ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টােয়েন্টি সিরিজে সূর্যকুমার যাদবের ডেপুটি হিসেবে বেছে নেওয়া হয়েছে অক্ষর পটেলকে। তবে উল্লেখযোগ্যভাবে বাদ পড়েছেন ঋষভ পন্থ। ভারতের টি-২০ বিশ্বকাপজয়ী দলের উইকেটকিপার গত বছরের জুলাইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজেও কেলেছিলেন। তবে তাঁকে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে দলে রাখা হয়নি। একইভাবে দলে রাখা হয়নি যশস্বী জয়সওয়াল ও শুভমন গিলকে। মনে করা হচ্ছে, তাঁদের তিনজনকেই বিশ্রাম দিয়েছেন নির্বাচকেরা। টানা ক্রিকেটের ধকল থেকে রেহাই দিতে।
চাহালকে টেক্কা দিতে পারেন অর্শদীপ
এখনও পর্যন্ত অর্শদীপ টিম ইন্ডিয়ার হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৯৫টি উইকেট নিয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে আর মাত্র দুইটি উইকেট নিলেই তিনি যুজবেন্দ্র চাহালকে পিছনে ফেলে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হয়ে যাবেন। চাহাল এই সিরিজ়ে সুযোগও পাননি। তাই অর্শদীপের সামনে কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে। পাশপাশি প্রথম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০টি উইকেটের গণ্ডিও পার করতে পারেন বাঁ-হাতি ফাস্ট বোলার। এই দুই রেকর্ডই কিন্তু তাঁর পক্ষে খুব কষ্টকর নয়।