লিডস: ক্রিজে যত জাঁকিয়ে বসছিলেন ভারতের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও কে এল রাহুল (KL Rahul), ততই রেকর্ডবুকের পাতা উল্টে উঠে আসছিল একের পর এক পরিসংখ্যান।
১০ ওভারের শেষে ভারতের স্কোর দাঁড়াল ২৭/০। রেকর্ডবুক ঘেঁটে দেখা গেল, হেডিংলে স্টেডিয়ামে শেষ ৭ টেস্টে এই প্রথম এমন কোনও ইনিংস তৈরি হল, যেখানে প্রথম দশ ওভারে পড়ল না কোনও উইকেট।
রাহুল-যশস্বীর জুটিতে ৫০ পেরিয়ে গেল ভারত। রেকর্ডবুক বলল, ১৩ বছর পর লিডস টেস্টে কোনও দলের প্রথম ইনিংসে ওপেনিং জুটি ৫০ বা তার বেশি রান তুলল। শেষবার, ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার গ্রেম স্মিথ ও আলভিরো পিটারসেন ১২০ রান তুলেছিল। তারপর থেকে কোনও জুটি পঞ্চাশও স্পর্শ করেনি। যা করলেন রাহুল ও যশস্বী।
তবু ভারত বনাম ইংল্যান্ড প্রথম টেস্টের প্রথম দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে টিম ইন্ডিয়া পুরোপুরি এগিয়ে, লেখা যাচ্ছে না। কারণ, প্রথম সেশনের একেবারে শেষ লগ্নে এসে পরপর দুই উইকেট হারিয়ে বসল ভারত। ৪২ রান করে ব্রাইডন কার্সের অফস্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে গিয়ে স্লিপে জো রুটের হাতে ধরা পড়লেন রাহুল। ওপেনিং জুটিতে ৯১ রান ওঠার পর প্রথম ধাক্কা খেল ভারত।
ফের বড় ধাক্কা খেল তার ঠিক চার বল পরেই। বেন স্টোকসের লেগস্টাম্পের অনেক বাইরের বলে অহেতুক চালাতে গিয়ে কট বিহাইন্ড হলেন সাই সুদর্শন। যিনি এই টেস্টেই অভিষেক ঘটালেন। স্টোকসের বলে উইকেটকিপার জেমি স্মিথের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন। ০ রান করে। রিপ্লে দেখলে হাত কামড়াবেন তামিলনাড়ুর তরুণ।
মাত্র ১ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে বসেছে ভারত। ৯১/০ থেকে ৯২/২ হয়ে গেল ভারতের স্কোর। লাঞ্চ ব্রেকে যাওয়ার সময় অনেকটা ইতিবাচক মানসিকতা নিয়ে মাঠ ছাড়লেন ইংরেজ ক্রিকেটারেরা। প্রথম সেশনে ভারতীয় ব্যাটিংয়ে দাঁত ফোটাতে নাজেহাল হয়েছিলেন। শুরুর দিকে রাহুল সংযত ছিলেন। বরং শট খেলছিলেন যশস্বী। পরে রাহুলও স্বমূর্তি ধরেন। কিন্তু পরপর জোড়া উইকেট হারিয়ে সামান্য হলেও চাপে ভারত।
যশস্বী ৪২ রান করে ক্রিজে রয়েছেন। এরপর ব্যাট করতে নামবেন অধিনায়ক শুভমন গিল। বড় স্কোর তোলার জন্য এই জুটির দিকে তাকিয়ে থাকবে ভারত। টস হেরে প্রথমে ব্যাট করছে টিম ইন্ডিয়া। বড় স্কোর করলে ম্যাচের রাশ চলে আসবে হাতে। সেটা সম্ভব হবে কি?