মুম্বই: উইকেটের চারধারে শট খেলতে পারেন বলে এ বি ডিভিলিয়ার্সকে বলা হতো মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি।

সূর্যকুমার যাদবও উইকেটের চারপাশে শট খেলতে পারেন। যে কারণে তাঁকে বলা হয় বিশ্ব ক্রিকেটের নতুন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি।

কিন্তু সেই তালিকায় বিচরণ রয়েছে আরও একজনের। তিনি, ঋষভ পন্থ (Rishabh Pant)। যিনি টেস্ট ক্রিকেটেও এমন সব অবিশ্বাস্য শট খেলেন যে, দর্শকরাও হতবাক হয়ে যান। ক্রিকেটবোদ্ধারা স্তব্ধ হয়ে যান। 

যেমন পন্থের বিখ্যাত ল্যাপ শট। বাঁহাতি পন্থ অফস্টাম্পের বাইরের বলকে কার্যত বসে পড়ে কোলের ওপর দিয়ে পাঠিয়ে দেন থার্ডম্যান কিংবা ফাইন লেগ বাউন্ডারিতে। উইকেটকিপার হাঁ করে তাকিয়ে থাকেন শুধু। শট সম্পূর্ণ করে মাটিতে একপাক গড়িয়ে নেন পন্থ। শরীরের ভারসাম্য বজায় রাখতে।

হেডিংলেতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে সেঞ্চুরি করার ফাঁকেও সেই ল্যাপ শট অবলীলায় খেলেছেন পন্থ। ক্রিকেট নিয়ে গোঁড়ারা রে রে করে উঠতে পারেন, কিন্তু মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) অন্তত পন্থের সেই অপ্রচলিত শটের তারিফ করতে কোনও বাঁধা নেই। কিংবদন্তি ফেসবুকে লম্বা পোস্ট করলেন।          

সচিন লিখলেন, 'ঋষভের পড়তে পড়তে খেলা প্যাডল স্যুইপ (falling paddle sweep) কিন্তু দুর্ঘটনা নয়। ও পরিকল্পনা করেই খেলে। ভীষণ বুদ্ধি খাটিয়ে খেলে। শটটা খেলার সময় পড়ে যাওয়ায় ও বলের নীচে থাকার সুবিধা পায় ও নিয়ন্ত্রণের সঙ্গে লেগ স্লিপের ওপর দিয়ে স্কুপ করে দেয়।'

 

এখানেই শেষ নয়। সচিন আরও লিখেছেন, 'বশিরের স্পেলটা ভীষণ কৌতূহল উদ্দীপক লাগল। বলের মাঝে শুভমন ও ঋষভ শুনলাম হিন্দিতে নিজেদের মধ্যে কথা বলছে। এটা কোনও এমনি কথাবার্তা ছিল না। বোলারের সঙ্গে মনস্তাত্ত্বিক লড়াই লড়ছিল। ওর ছন্দ নষ্ট করার চেষ্টা করছিল। স্কোরবোর্ডে এত সূক্ষ খুঁটিনাটি জিনিস লেখা থাকে না। কিন্তু ম্যাচে এর দারুণ প্রভাব পড়ে।'