মুম্বই: ভারত বনাম ইংল্যান্ড (India vs England) টি-২০ সিরিজের ঢাকে কাঠি পড়ে গেল। ২২ জানুয়ারি শুরু হবে সিরিজ। পাঁচ ম্যাচের প্রথম ম্যাচটি হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। ২২ জানুয়ারি, বুধবার। সেই ম্যাচের জন্য টিকিটের দাম ইতিমধ্যেই নির্ধারণ করে ফেলেছে সিএবি।

সিএবি সূত্রে খবর, টিকিটের ন্যূনতম দাম রাখা হচ্ছে ৮০০ টাকা। অর্থাৎ, মাঠে গিয়ে খেলা দেখতে চাইলে মাথা পিছু অন্তত ৮০০ টাকা খরচ করতে হবেই। সঙ্গে থাকছে অন্যান্য বেশ কিছু দামের টিকিটও। ৮০০ টাকা ছাড়াও থাকছে ১৩০০, ২০০০ ও ২৫০০ টাকা দামের টিকিট। কয়েকদিন আগে সিএবি-র অ্য়াপেক্স কাউন্সিলের সদস্যদের উদ্দেশে দামের টিকিট কেনার জন্য আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তিও জারি করেছেন সিএবি সচিব নরেশ ওঝা।

আরও পড়ুন: নেই পন্থ, যশস্বী, শুভমন, আর কাদের ছাড়া ঘোষণা করা হল ভারতের টি-২০ দল?

ইডেনের পরের চারটি টি-২০ ম্যাচ হবে চেন্নাই, রাজকোট, পুণে ও মুম্বইয়ে। তারপর তিন ম্যাচের ওয়ান ডে সিরিজও খেলবে ভারত। দেখে নেওয়া যাক টি-২০ ও ওয়ান ডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি।

ভারত বনাম ইংল্যান্ড টি-২০ সিরিজের পূর্ণাঙ্গ সূচি

প্রথম টি-২০ ম্যাচ

ইডেন গার্ডেন্স, কলকাতা - ২২ জানুয়ারি - সন্ধ্যা ৭টা

দ্বিতীয় টি-২০ ম্যাচ

এম এ চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই - ২৫ জানুয়ারি - সন্ধ্যা ৭টা

তৃতীয় টি-২০ ম্যাচ

সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার স্টেডিয়াম, রাজকোট - ২৮ জানুয়ারি - সন্ধ্যা ৭টা

চতুর্থ টি-২০ ম্যাচ

মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার স্টেডিয়াম, পুণে - ৩১ জানুয়ারি - সন্ধ্যা ৭টা

পঞ্চম টি-২০ ম্যাচ

ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই - ২ ফেব্রুয়ারি - সন্ধ্যা ৭টা

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ঘোষিত দল

সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পাণ্ড্য, রিঙ্কু সিংহ, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর পটেল (সহ অধিনায়ক), হর্ষিত রানা, অর্শদীপ সিংহ, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর ও ধ্রুব জুরেল (উইকেটকিপার)।

ভারত বনাম ইংল্যান্ড ওয়ান ডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি

প্রথম ওয়ান ডে ম্যাচ

বিদর্ভ ক্রিকেট সংস্থার স্টেডিয়াম, নাগপুর - ৬ ফেব্রুয়ারি - দুপুর ১.৩০

দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ

বরাবাটি স্টেডিয়াম, কটক - ৯ ফেব্রুয়ারি - দুপুর ১.৩০

তৃতীয় ওয়ান ডে ম্যাচ

নরেন্দ্র মোদি স্টেডিয়াম, আমদাবাদ - ১২ ফেব্রুয়ারি - দুপুর ১.৩০

আরও পড়ুন: দেড় বছর পর ফিরলেন শামি, ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের দলে একাধিক চমক