নয়াদিল্লি: নিউজ়িল্যান্ড সিরিজ় এবং বর্ডার-গাওস্কর ট্রফিতে পরপর হতাশাজনক ফলাফলের পর ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর সকল ক্রিকেটাররা যাতে ঘরোয়া ক্রিকেট খেলেন, সেই পরামর্শই দিয়েছিলেন। তারপর থেকেই শুভমন গিল, রোহিত শর্মাদের মতো তারকারা রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) একে একে মাঠে নামবেন বলে ঠিক করে ফেলেছেন। মহম্মদ সিরাজও (Mohammed Siraj) কি সেই পথেই হাঁটছেন? তাঁকেও কি হায়দরাবাদের হয়ে রঞ্জি খেলতে দেখা যাবে?
২৩ জানুয়ারি থেকে হিমাচল প্রদেশের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে রঞ্জি ট্রফির পরের পর্বের ম্যাচ খেলতে নামছে হায়দরাবাদ। মহম্মদ সিরাজ ভারতের আসন্ন ইংল্যান্ড সিরিজে জাতীয় দলে সুযোগ পাননি। চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেও তাঁর নাম নেই। তাই সিরাজের রঞ্জি ম্যাচ খেলার বিষয়ে আপাত অর্থে কোনও বাধা নেই। কিন্তু তিনি খেলবেন কি না, সেই বিষয়ে এখনও পর্যন্ত হায়দরাবাদ ক্রিকেট সংস্থার কাছে কোনও খবর নেই। হায়দরাবাদ টিম ম্য়ানেজমেন্টের এক সদস্য় জানান, 'আমরা এখনও ওর থেকে কোনও আপডেট পাইনি। এইসিএ-র থেকেও ওর বিষয়ে আমরা এখনও ওকে নিয়ে কোনও তথ্য পাইনি।'
তাই সিরাজকে নিয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চয়তা নেই। তবে সিরাজ কেন জাতীয় দলে সুযোগ পেলেন না সেই অনেক মহল থেকেই প্রশ্ন উঠছে। বিশেষত যেহেতু তিনি বিগত চার বছরে ওয়ান ডে ফর্ম্য়াটে ভারতীয় দলের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক তিনিই। ২০২১ সাল থেকে ৪২ ইনিংসে ৭১টি উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ। এই বিষয়ে অবশ্য চ্য়াম্পিয়ন্স ট্রফির দল নির্বাচনের পরে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা সবিস্তারে ব্যাখা দেন।
রোহিত সাংবাদিক সম্মেলনে বলেন, 'আমরা তিনজনই ফাস্ট বোলারকেই দলে চাইছিলাম। দুর্ভাগ্যবশত ওকে বাদ পড়তে হয়েছে। নতুন বল না হলে ও তেমন কার্যকরী হয় না। তাই আমাদের কাছে আর কোনও বিকল্প ছিল না। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নির্বাচিত ভারতীয় দলে নির্দিষ্ট ভূমিকার জন্য খেলোয়াড়দের রাখা হয়েছে।' সেই কারণে সিরাজ সেই ভূমিকায় ফিট না হওয়ায় বাদ পড়েন বলে দাবি রোহিতের।
সেই কারণে সিরাজ সেই ভূমিকায় ফিট না হওয়ায় বাদ পড়েন বলে দাবি রোহিতের। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ সদস্যের দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন রোহিত শর্মাই। দলে রয়েছেন বিরাট কোহলি, শ্রেয়স আইয়ারও। এক বছরের বেশি সময় পর ফের আইসিসি ইভেন্টের দলে ঢুকে পড়লেন মহম্মদ শামি। এই টুর্নামেন্টে রোহিতের ডেপুটি নির্বাচিত হয়েছেন শুভমন গিল।
আরও পড়ুন: ওয়াংখেড়ে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের অঙ্গীকার অধিনায়ক রোহিত শর্মার