মুম্বই: ব্যাটে-বলে ইংল্যান্ডের ত্রাস হয়ে দাঁড়িয়েছিলেন ওয়াংখেড়ে স্টেডিয়ামে। রেকর্ড গড়ে ম্যাচের সেরাও হয়েছেন অভিষেক শর্মা। ভারতের কিংবদন্তি অফস্পিনার হরভজন সিংহের (Harbhajan Singh) মতে, অভিষেক শর্মার বোলিংয়ে আরও মনোনিবেশ করা উচিত। কারণ, পুরো দস্তুর বাঁহাতি স্পিনার হয়ে ওঠার দক্ষতা রয়েছে অভিষেকের। তাতে ভারতীয় ক্রিকেটই উপকৃত হবে বলে মত ভাজ্জির।
হরভজন বলেছেন, 'আমি অভিষেককে আরও বেশি করে বল করতে দেখতে চাই। ও খুব ভাল বোলার। ওকে যখন কেরিয়ারের শুরুর দিকে দেখেছিলাম, ওর বলের সিম পজিশন নজর কেড়ে নিয়েছিল। তবে ও ব্যাটিংয়ের মতো মনোযোগ বোলিংয়ে দেয় না।'
আরও পড়ুন: আর কোনওদিন দেখা হবে না, কীসের আক্ষেপ রয়ে গেল বিরাট কোহলির?
ওয়াংখেড়ে স্টেডিয়ামে রবিবার ধুন্ধুমার বাঁধিয়েছিলেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। ইনিংস ওপেন করতে নেমে ৫৪ বলে ১৩৫ রান করলেন। ভারতীয়দের মধ্যে যা টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।
জেমি ওভার্টনকে ছক্কা মেরে মাত্র ১৭ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন । যাঁর হাতে অভিষেক তৈরি, সেই যুবরাজ সিংহের টি-২০ বিশ্বকাপে এই ইংল্যান্ডের বিরুদ্ধেই ১২ বলে রেকর্ড হাফসেঞ্চুরি রয়েছে। তাঁর ছাত্রও রবিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শাসন করলেন ইংরেজ বোলারদের। করলেন ভারতীয়দের মধ্যে টি-২০ ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম হাফসেঞ্চুরি। পেরিয়ে গেলেন কে এল রাহুল ও সূর্যকুমার যাদবকে। রাহুল ও সূর্য - দুজনই ১৮ বলে হাফসেঞ্চুরি করেছেন আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে। ২০২১ সালে দুবাইয়ে স্কটল্যান্ডের বিরুদ্ধে ১৮ বলে হাফসেঞ্চুরি ছিল কে এল রাহুলের। পরের বছর, ২০২২ সালে গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৮ বলেই হাফসেঞ্চুরি ছিল স্কাইয়ের। দুটি রেকর্ডই ভেঙে দিলেন অভিষেক। তাঁর দাপটেই পাওয়ার প্লে-র ৬ ওভারে ৯৫/১ তোলে ভারত। যা টি-২০ ক্রিকেটে পাওয়ার প্লে-তে টিম ইন্ডিয়ার সর্বোচ্চ।
তবে তাণ্ডবের সেখানেই শেষ নয়। ৩৭ বলে সেঞ্চুরি করলেন পাঞ্জাব তনয়। ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে তিন অঙ্কে পৌঁছে ভেঙে দিলেন একাধিক রেকর্ড। ভারতীয়দের মধ্যে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এটি দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। অল্পের জন্য রক্ষা পেল রোহিত শর্মার রেকর্ড। ২০১৭ সালে ইনদওরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন রোহিত। সেটিই ভারতীয়দের মধ্যে টি-২০ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি। গোটা বিশ্বেও দুই টেস্ট খেলিয়ে দেশের লড়াইয়ে যা দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারের সঙ্গে যুগ্মভাবে দ্রুততম। অভিষেকের সেঞ্চুরি দুই নম্বরে।