India vs England: ওভালে নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগেই বন্ধ খেলা, প্রবল বিতর্কে ইংরেজ অধিনায়ক
England captain Ollie Pope: পোপ আম্পায়ারের সেই প্রস্তাব মানেননি। তিনি স্পষ্ট বলেন, 'না। স্পিনারদের দিয়ে বল করাব না।' যা শুনে ধর্মসেনা বলেন, 'তাহলে এখানেই খেলা বন্ধ করতে হবে।'

ওভাল: চতুর্থ টেস্টে নির্ধারিত সময়ের অনেক আগেই ম্যাচ শেষ করার জন্য চাপ দিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। ভারতের দুই ব্যাটার - রবীন্দ্র জাডেজা ও ওয়াশিংটন সুন্দর সেঞ্চুরির মুখে দাঁড়িয়ে রয়েছেন দেখেও বারবার তাঁদের গোল্ডেন হ্যান্ডশেকের জন্য চাপ দিয়ে বিতর্ক বাড়িয়েছিলেন স্টোকস।
ওভালে বিতর্কে জড়ালেন অলি পোপ। বেন স্টোকস চোটের জন্য খেলতে পারছেন না বলে যিনি এই টেস্টে ইংল্যান্ডকে নেতৃত্ব দিচ্ছেন। আম্পায়ার নিয়ম মেনে প্রস্তাব দেওয়া সত্ত্বেও খারিজ করলেন অলি পোপ। যে কারণে শুক্রবার ওভাল টেস্ট ম্যাচ নির্ধারিত সময়ের আগেই বন্ধ করতে হল।
ওভাল টেস্টের দ্বিতীয় দিন আম্পায়ার কুমার ধর্মসেনার সঙ্গে তর্কে জড়িয়েছিলেন ভারতীয় ব্যাটার কে এল রাহুল। দিনের শেষ লগ্নেও রইল বিতর্ক। আম্পায়ার কুমার ধর্মসেনার প্রস্তাবে রাজি হলেন না অলি পোপ। ফলে সময়ের আগেই বন্ধ করতে হয়েছে খেলা। এই ঘটনা ঘিরেও বিতর্ক হয়েছে।
ঠিক কী হয়েছিল? ওভাল টেস্টের প্রথম দিনের খেলার একটা বড় অংশ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় ওভার শেষ করতে দ্বিতীয় দিনও খেলা শেষের সময় বাড়াতে হয়েছিল। ভারতীয় সময় রাত ১২টা পর্যন্ত খেলা হওয়ার কথা ছিল। কিন্তু তার আগে আলো কমে যায়। ফলে আম্পায়ার ধর্মসেনা পোপকে প্রস্তাব দেন স্পিনারদের দিয়ে বল করাতে। তা হলে নির্ধারিত সময় পর্যন্ত খেলা চলত। এটাই যে কোনও টেস্ট ম্যাচে দস্তুর। ক্রিকেটের নিয়ম বলছে, যদি আলো কম থাকে তা হলে আম্পায়ারেরা বোলিং দলকে প্রস্তাব দেন স্পিনার দিয়ে ওভার শেষ করানোর। যদি ফিল্ডিং অধিনায়ক তাতে রাজি হন তা হলে খেলা চালানো হয়। কারণ, ওই আলোয় পেসারদের দ্রুত গতির বল খেলা কঠিন হয়।
কিন্তু ওভালে পোপ আম্পায়ারের সেই প্রস্তাব মানেননি। তিনি স্পষ্ট বলেন, 'না। স্পিনারদের দিয়ে বল করাব না।' যা শুনে ধর্মসেনা বলেন, 'তাহলে এখানেই খেলা বন্ধ করতে হবে।' এরপরই ভারতীয় ব্যাটারদের তিনি ইশারা করে মাঠ ছাড়তে বলেন। পোপ বেঁকে বসায় নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগেই খেলা বন্ধের সিদ্ধান্ত নেন আম্পায়ারেরা।
ইংরেজ অধিনায়কের সিদ্ধান্ত নিয়ে দুই মেরুতে বিশেষজ্ঞরা। চেতেশ্বর পুজারার মতো প্রাক্তনীর মতে, নিজেদের পরিকল্পনা অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছেন পোপ। তাঁদের দলে বিশেষজ্ঞ স্পিনার নেই। তাই পোপ আর খেলা চালিয়ে যেতে চাননি। যদিও প্রাক্তন ইংরেজ ক্রিকেটার মাইকেল আথারটনের মতে, জো রুট বা জেকব বেথেলকে দিয়ে বল করাতে পারতেন রুট। সেই সময় নৈশপ্রহরী আকাশদীপ ব্যাট করছিলেন। ফলে ইংল্যান্ডের সুযোগ ছিল আরও উইকেট নিয়ে ভারতের ওপর চাপ বাড়ানোর।



















