হেডিংলে: শনিবার তিন উইকেট নিয়েছিলেন ইংল্যান্ডের। তার সঙ্গে সঙ্গেই সেনা কান্ট্রিতে সর্বাধিক উইকেট নেওয়ার নিরিখে টপকে গিয়েছিলেন কিংবদন্তি ওয়াসিম আক্রমকে। আর রবিবার আরও দু উইকেট নিয়ে ১৪ তম বারের জন্য ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন জসপ্রীত বুমরা। বিদেশের মাটিতে ১২ বার এই নজির গড়লেন। ছুঁয়ে ফেলেছেন কপিল দেবের রেকর্ডও। চোট সারিয়ে আইপিএলে ফিরেছিলেন। সেখানেও চেনা ছন্দেই ছিলেন। এরপর দেশের জার্সিতে হেডিংলেতে খেলতে নেমে ফের বুঝিয়ে দিয়েছেন কেন তিনি বিশ্বের এক নম্বর। তবে বুমরাকে নিয়ে অনেক ক্রিকেট বিশেষজ্ঞই চিন্তিত। কারণ তাঁর বোলিং অ্য়াকশন ও ওয়ার্কলোড ম্য়ানেজমেন্ট। 

ভারত প্রথম ইনিংসে ৪৭১ রান বোর্ডে তুলেছিল। জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে ৪৬৫ রান বোর্ডে তুলেছিল। শনিবারই যেখানে ক্রলি, রুট ও বেন ডাকেটকে ফিরিয়ে দিয়েছিলেন বুমরা, সেখানে রবিবার পোপের শতরান ও ব্রুকের ৯৯ রানের সৌজন্যে ৪৬৫ রান তুলে নিয়েছিল ইংল্যান্ড। আর সেই সঙ্গে ভারতীয় দলে বুমরা ছাড়া কার্যকরী বোলারের অভাব। শামির অনুপস্থিতি খুব বেশি করে বোঝা যাচ্ছিল। তবে বুমরা যখনই এসেছেন তখনই তিনি আতঙ্ক ছড়িয়েছেন ইংল্যান্ডের ব্য়াটারদের মধ্য়ে। দিনের খেলা শেষে বুমরা বলছেন, ''আমি ছন্দে রয়েছি। অনেকেই অনেক কথা বলে থাকেন। তবে আমি সেগুলো নিয়ে বেশি ভাবছি না। আমার একটাই লক্ষ্য থাকে যে নিজের প্রস্তুতি নিয়ে ভাবার ও নিজের পারফরম্য়ান্স আরও রোজ উন্নতি করার।''

বুমরা আরও বলেন, ''প্রতি রাতেই আমি ভাবি যে পরের দিন আমাকে নিজের ১০০ শতাংশ দিতে হবে। যদি তা দিতে পারি, তাহলেই দলের জন্য ভাল হবে। আর লক্ষ্যপূরণ হলে তবেই শান্তিতে ঘুমোতে পারি। প্রায় ১০ বছর হতে চলল আমার আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে। আইপিএল খেলছি ১২-১৩ বছর ধরে। আমি মনে করি সব কিছুই ভগবান ঠিক করে রেখেছেন আমার জন্য। মানুষে অনেক কিছুই লেখেন, কবে খেলা বন্ধ করতে হবে, কবে অবসর নিতে হবে তা নিয়ে। কিন্তু আমি মনে করি যতদিন শরীর দেবে, ততদিন খেলে যাব। নিজর প্রস্তুতিতে কোনও ত্রুটি রাখতে চাই না। এরপর বাকিটা ভগবানের ওপর ছেড়ে দিই। ভগবান আমাকে অনেক কিছু দিয়েছে। ভারতীয় ক্রিকেটকে তা নিয়ে এগিয়ে নিয়ে যাওয়াই আমার লক্ষ্য।''