এজবাস্টন: সিরিজে সমতা ফেরানোর পালা। আগামী ২ জুলাই থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট। শুভমন গিলের নেতৃত্বে প্রথম টেস্টে হেরে গিয়েছিল ভারতীয় দল। এরপর দ্বিতীয় টেস্ট থেকে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে খেলতে নামবে টিম ইন্ডিয়া। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে পুরোদমে দল। বিশেষ করে নজর রয়েছে জসপ্রীত বুমরার ওপর। প্রথম টেস্টে ভারতীয় দলের একমাত্র স্টার পারফর্মার। গোটা দল যখন এজবাস্টনে প্রস্তুতি সারছে, তখন অনুশীলনেই নামেননি বুমরা। এটা মোটামুটি নিশ্চিত যে তারকা পেসারকে হয়ত দ্বিতীয় টেস্টে পাওয়াই যাবে না একাদশে। ওয়ার্কলোড ম্য়ানেজমেন্টের কথা মাথায় রেখে বুমরাকে বিশ্রাম দেওয়া হতে পারে।
তবে শুধু বুমরাই নয়, সূত্র অনুযায়ী আরও এক তারকা পেসারকে হয়ত পাওয়া যাবে না দ্বিতীয় টেস্টে। কারণ তাঁকেও নেট সেশনে দেখা যায়নি। মনে করা হচ্ছে যে দ্বিতীয় টেস্টে প্রসিদ্ধকে বসানো হতে পারে। প্রথম টেস্টে খেলেছিলেন। কিন্তু পারফর্ম করতে পারেননি। আইপিএলে পার্পল ক্যাপ জিতলেও ইংল্যান্ডের মাটিতে প্রথম টেস্টে বল হাতে ইকনমি রেট চিন্তা বাড়িয়েছে গম্ভীরের।
প্রথম টেস্টে বুমরা ৪৪ ওভার বল করেছেন। দ্বিতীয় ইনিংসে একটি উইকেটও না পেলেও প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন। এমনকী দ্বিতীয় ইনিংসেও রান খরচ করেননি বুমরা। তবে বাকি পেসাররা তাঁকে সাহায্য করতে পারেননি। তার জন্যই ৩৭১ রান তাড়া করতে নেমে পাঁচ উইকেট হারিয়েও জয়ের জন্য় প্রয়োজনীয় রান তুলে নেয় ইংল্যান্ড শিবির। এর আগে গম্ভীর আভাস দিয়েছিলেন যে ইংল্যান্ডে টেস্ট সিরিজে তিনটির বেশি ম্য়াাচ হয়ত বুমরা খেলতে পারবেন না। সেই মতই তাঁকে বিশ্রাম দেওয়ার ভাবনা চিন্তা করা হয়েছে। তবে প্রসিদ্ধকেও যদি বসানো হয়, তবে কোনও দুজনকে খেলানো হতে পারে?
আভাস মিলছে বার্মিংহ্যামে নামতে চলা ২ পেসার হলেন অর্শদীপ সিংহ ও আকাশ দীপ। দ্বিতীয় জন টেস্ট ফর্ম্য়াটে আগেই অভিষেক করেছেন। প্রথমজন যদিও এখনও সাদা পোশাকে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেননি। ২ জনেই নেটে দীর্ঘক্ষণ বোলিং অনুশীলন সারেন।
ইংল্যান্ড যেমন তাঁদের দ্বিতীয় টেস্টের স্কোয়াডে ফিরিয়ে তারকা পেসার জোফ্রা আর্চারকে। ২০২১ সালে শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন আর্চার । নির্বাচক লিউক রাইট আগেই জানিয়েছিলেন সাসেক্সের বিরুদ্ধে চার দিনের ম্যাচটা যদি আর্চার খেলতে পারেন, তাহলে ওঁর নাম দ্বিতীয় টেস্টের জন্য বিবেচনা করা হবে । ফিট হয়ে উঠেছেন আর্চার । চার বছর পর লাল বলের ক্রিকেট খেলেছেন তিনি । রবিবার থেকে সাসেক্সের হয়ে কাউন্টি ম্যাচে নেমেছিলেন জোফ্রা আর্চার । ১৮ ওভার বল করেছেন সেই ম্যাচে । ৩২ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন ।