বেঙ্গালুরু: ভারতীয় দল ঘরের মাঠে শেষ কবে টেস্ট সিরিজ় হেরেছিল মনে পড়ে? না পরাটাই কিন্তু স্বাভাবিক। বিগত এক দশকে অন্তত এমন ঘটনা ঘটেনি। ২০১২-১৩ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে হারের পর নাগাড়ে ঘরের মাঠে ১৮টি টেস্ট সিরিজ় জিতেছে ভারত। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ, টিকতে পারেনি কেউই। এবার ভারতকে চ্যালেঞ্জ জানাতে তৈরি নিউজ়িল্যান্ড।
১৬ অক্টোবর থেকে তিন ম্যাচের টেস্ট সিরিজ়ের প্রথম টেস্টে (India vs New Zealand 1st test) বেঙ্গালুরুতে কিউয়িদের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। একদিকে যেখানে ভারত ঘরের মাঠে কার্যত অপ্রতিরোধ্য, সেখানে নিউজ়িল্যান্ড বিদেশের মাটিতে বিগত তিন বছর কোনও সিরিজ়ই জেতেনি। উপরন্তু, দলের মহাতারকা কেন উইলিয়ামসনের ফিটনেস নিয়েও রয়েছে সংশয়। এমন পরিস্থিতিতে এই সিরিজ়ের জন্য বিশেষজ্ঞদের হেভি ফেভারিট ভারতই।
সদ্যই বাংলাদেশকে ঘরের মাঠে দুরমুশ করেছে ভারত। দ্বিতীয় টেস্টে তো বৃষ্টিতে দুইদিনেরও বেশি সময় নষ্ট হলেও, জয় ছিনিয়ে নিয়েছে রোহিত বাহিনী। এবার নিউজ়িল্যান্ডের বিরুদ্ধেও একই জিনিস করার লক্ষ্যে টিম ইন্ডিয়া। তবে এই ম্যাচের আগে ভারতীয় শিবিরে শুভমন গিলের (Shubman Gill) ফিটনেস ঘিরে উদ্বেগ। গিল নাকি টিম ম্যানেজমেন্টকে তাঁর ঘাড় ও কাঁধে ব্যথার কথা জানিয়েছেন। এই ব্যথার জেরেই ভারতের হয়ে তাঁর প্রথম টেস্টে মাঠে নামা নিয়ে সংশয় রয়েছে।
গিল খেলতে না পারলে, তাঁর বদলে ভারতীয় দলে কে সুযোগ পাবেন? উত্তরটা সম্ভবত সরফরাজ খান। কেএল রাহুলের জায়গায় ইংল্যান্ড সিরিজ়ে নজর কাড়া সরফরাজকে এই ম্য়াচে খেলানো হতে পারে বলে শোনা যাচ্ছিলই। সেক্ষেত্রে গিলের অনুপস্থিতিতে, তাঁর সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রবল। ভারতীয় দল যদি তিন স্পিনার নিয়ে মাঠে নামে, তাহলে তৃতীয় স্পিনার কে হবেন, সেই নিয়েও রয়েছে জল্পনা। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা অবশ্য আগেভাগে কিছুই জানাননি। তিনি ম্যাচের দিন সকালে সিদ্ধান্ত নেবেন বলে জানান।
এত দেরিতে সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসাবে রোহিত শর্মা (Rohit Sharma) পরিবেশকে কাঠগড়ায় তোলেন। প্রথম টেস্টের আগে প্রবল বৃষ্টিতে মঙ্গলবার ভারতের অনুশীলন বাতিল হয়েছে। ম্যাচের পাঁচদিনই বৃষ্টি হওয়ার কথাও রয়েছে। তাই ম্যাচের দিন পরিবেশ, পরিস্থিতি দেখেই একাদশ বাছাইয়ের সিদ্ধান্ত নেবেন বলে জানান রোহিত। মেঘলা আকাশে ফাস্ট বোলাররা পিচ থেকে মদত পেলে বাড়তি ফাস্ট বোলার খেলাতে পারে টিম ইন্ডিয়া। তবে প্রথাগতভাবে বেঙ্গালুরু ব্যাটিং সহায়ক পিচে। তাই প্রচুর রানও উঠার সম্ভাবনা রয়েছে। ম্যাচে বৃষ্টি হলেও, কানপুরের মতো দাপট দেখিয়ে ভারত কি নিউজ়িল্যান্ডকে হারাতে পারবে? অপেক্ষা সেই প্রশ্নেরই উত্তর পাওয়ার।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ভারত-নিউজ়িল্যান্ড সিরিজ়ে কোহলি, গিল থেকে কুলদীপ, একাধিক তারকাদের রেকর্ড গড়ার হাতছানি