কলকাতা: ক্রিকেট মাঠের কিংবদন্তি। তবে অবসরোত্তর জীবনে মাঠের বাইরেও ছাপ তৈরি করতে চান সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ফের মানবকল্যাণে পদক্ষেপ করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক।


পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর লোকাল থানার অন্তর্গত খাটরাঙ্গা গ্রাম। অভাবের সঙ্গে নিত্য লড়াই করেই সফল মানুষ হওয়ার স্বপ্ন দেখে গ্রামের খুদেরা। তাদের পড়াশোনায় যাতে কোনও বিঘ্ন না ঘটে, তা নিশ্চিত করতে উদ্যোগী হলেন সৌরভ। সৌরভ গঙ্গোপাধ্যায় ফাউন্ডেশনের তরফ থেকে গ্রামের খুদে পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হল শিক্ষা সরঞ্জাম। 


পেন, পেনসিল, পেনসিল বক্স, এগজামিনেশন বোর্ড, রং পেনসিল, ইরেজারের মতো শিক্ষা সরঞ্জাম তুলে দেওয়া হল দরিদ্র শিশুদের হাতে। যা হাতে পেয়ে উচ্ছ্বাসে ভাসল পড়ুয়ার দল।


আরও পড়ুন: হারের ডাবল হ্যাটট্রিক! তবু দশ ম্যাচ জিতে প্রথম ছয়ে থাকার স্বপ্ন দেখছেন ইস্টবেঙ্গল কোচ


তবে শুধু বাচ্চাদেরই সাহায্য নয়, গ্রামের বৃদ্ধ বৃদ্ধাদেরও পাশে দাঁড়ালেন সৌরভ। সামনেই শীত। ঠান্ডার সঙ্গে লড়াই করার জন্য গরম পোশাক কেনারও সামর্থ্য নেই গ্রামের দরিদ্র পরিবারের অনেকের। তাঁদের জন্যও উদ্যোগী হলেন সৌরভ। বয়স্কদের জন্য বিতরণ করা হল কম্বল। সৌরভ গঙ্গোপাধ্যায় ফাউন্ডেশনের তরফে শান্তনু ভট্টাচার্য গিয়েছিলেন পশ্চিম মেদিনীপুরের ওই গ্রামে।


দুর্গা পুজোর সময়ও বড় পদক্ষেপ নিয়েছিলেন সৌরভ। একটি হোমের প্রায় দু'শো জন অনাথ শিশুর মুখে হাসি ফুটিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তি। দুর্গা পুজোর পঞ্চমীর দিন আপনজন নামক একটি হোমে গিয়েছিলেন সৌরভ স্বয়ং। সেখানকার আবাসিক অনাথ শিশুদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলেন তিনি। তাদের জন্য খাতা, বই, পেন, পেনসিল, চকোলেট ইত্যাদি নিয়ে গিয়েছিলেন সৌরভ। পাশাপাশি দুশো অনাথ শিশুর পড়াশোনার দ্বায়িত্ব নিয়েছিলেন সৌরভ। পিছিয়ে পড়া শিশুদের অন্যান্য দায়িত্ব, খরচের ভারও নিজের কাঁধে তুলে নেন সৌরভ। আপনজন হোমের শিশুদের মধ্যে কেউ কেউ শারীরিক ভাবে প্রতিবন্ধীও। তাদের দায়িত্বও নিয়েছেন সৌরভ। ফের একবার সামনে এল তাঁর মানবিক মুখ। 


 






আরও পড়ুন: ঘূর্ণিঝড়ের আশঙ্কায় কল্যাণী থেকে সরল বাংলার ম্যাচ, পুরো মাঠ ঢাকার ব্যবস্থা, দলে ৩ বদল


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।