মুম্বই: সিরিজ় আগেই হেরে গিয়েছিল। ওয়াংখেড়েতে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় (IND vs NZ 3rd Test) দলের লড়াইটা ছিল সম্মানের আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের (WTC 2025 standings) শীর্ষস্থান ধরে রাখার। দু'টোর কোনটাই করতে পারলেন না রোহিত শর্মারা।
নিউজ়িল্যান্ডই প্রথম দল হিসাবে ঘরের মাঠে তিন বা ততোধিক টেস্ট ম্যাচের সিরিজ়ে ভারতীয় দলকে (Indian Cricket Team) হোয়াইটওয়াশ করল। ওয়াংখেড়েতে তৃতীয় টেস্টে ২৫ রানে পরাজিত হয় ভারত। এই পরাজয়ের ফলে রোহিত বাহিনীর টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর অঙ্কটা বেশ খানিকটা জটিল হল। অপরদিকে, প্রথমবারের চ্যাম্পিয়ন নিউজ়িল্যান্ডের এক ধাপ উপরে উঠে এল।
এই সিরিজ় শুরুর আগে ভারতীয় দল এই টেবিলে একেবারে শীর্ষে ছিল। টেস্টের বেস্ট হওয়ার লড়াইয়ে নাগাড়ে তৃতীয়বার নামার জন্য রোহিতরাই ফেভারিট ছিলেন। তবে নাগাড়ে তিন টেস্ট হেরে শীর্ষস্থান থেকে এক ধাপ নেমে দ্বিতীয় স্থানে চলে এল ভারত। শীর্ষে পৌঁছল লাল বলের ক্রিকেটে তাঁদের পরবর্তী প্রতিপক্ষ তথা গত বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। অজ়িদের পয়েন্টের শতকরা ৬২.৫০ শতাংশ। সেখানে ভারতের পয়েন্টের শতকরা কমে দাঁড়াল ৫৮.৩৩।
অপরদিকে, নিউজ়িল্যান্ড (পয়েন্টের শতকরা ৫৪.৫৫) দক্ষিণ আফ্রিকাকে পিছনে ফেলে চারে উঠে এল। তৃতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার (পয়েন্টের শতকরা ৫৫.৫৬) ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন কিউয়িরা। প্রোটিয়া বাহিনী শতকরা ৫৪.১৭ পয়েন্ট নিয়ে আপাতত পঞ্চম স্থানে রয়েছে। এহেন পরিস্থিতিতে ভারতকে ফাইনালে পৌঁছতে হল বাকি পাঁচটি ম্যাচের মধ্যে অন্তত তিন থেকে চারটি ম্যাচ জিততে হবে। লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর লড়াই যে জমে গেল এবং ভারতের পথটা বেশ বেশ কঠিন হল, তা বলাই বাহুল্য।
জয়ের জন্য লক্ষ্য ছিল ১৪৭ রান। তবে ফের একবার ব্যাটিং ব্যর্থতায় ডুবল টিম ইন্ডিয়া। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজ তো আগেই হেরে গিয়েছিল। এবার তৃতীয় টেস্ট হেরে হোয়াইটওয়াশ হল টিম ইন্ডিয়া। দ্বিতীয় ইনিংসে ১২১ রানেই অল আউট হলেন রোহিতরা।। ম্যাচে মোট ১১ উইকেট নিয়ে নিউজ়িল্যান্ডকে দুরন্ত জয় এনে দিলেন আজাজ পটেল (Ajaz Patel)। দ্বিতীয় ইনিংসে ১২১ রানেই অল আউট হলেন রোহিতরা। ২৫ রানে হারতে হল টেস্ট।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: রোহিত-রীতিকার পরিবারে আসছে নতুন সদস্য, জল্পনায় পড়ল সিলমোহর?