মুম্বই: ঘরের মাঠে এই প্রথম। রোহিত শর্মাকেই (Rohit Sharma) প্রথম ভারতীয় অধিনায়ক হিসাবে ঘরের মাঠে তিন বা ততোধিক টেস্টের সিরিজ়ে হোয়াইটওয়াশ হজম করতে হল। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে ২৫ রানে পরাজিত হয় ভারতীয় দল। এই গোটা সিরিজ়ে ভারতীয় দল যে প্রচুর ভুল করেছে এবং অধিনায়ক ও ব্য়াটার হিসাবে তিনিও ব্যর্থ হয়েছেন, তা মেনে নিচ্ছেন রোহিত শর্মা।


পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিত বলেন, 'আমরা প্রচুর ভুল করেছি এবং সেটা মেনে নিতে হবে। (আগের ম্যাচগুলিতে) প্রথম ইনিংসে আমরা তেমন রান তুলতে পারিনি। এখানে ৩০ রানের লিড নিয়ে আমাদের মনে হয়েছিল আমরাই ম্য়াচে এগিয়ে এবং আমাদের লক্ষ্যটাও এমন কিছু কঠিন ছিল না। যদিও নিঃসন্দেহে আমাদের এখানে আরও ভাল করার প্রয়োজন ছিল।'


রোহিত দ্বিতীয় ইনিংসে আগ্রাসী শট মারতে গিয়ে ১১ রানে সাজঘরে ফেরেন, তারপর থেকেই শুরু হয় ব্যাটিং ধস। তবে এই বিষয়ে তা তেমন আক্ষেপ নেই। তিনি যোগ করেন, 'এই ধরনের পিচে কী হচ্ছে বা হবে না ভেবে নিজেকে আগে উদ্যোগ নিতে হয়।  এমন পিচে তো বিগত কয়েক বছর ধরে আমরা খেলছি এবং কী ভাবে খেলতে হবে সেটাও আমরা জানি। তবে এই সিরিজ়ে সেটা সফল হয়নি, আক্ষেপ এখানেই। আর আমি অধিনায়ক বা ব্যাটার কোনওভাবেই নিজের সেরাটা দিতে পারিনি। এটাও আমায় ভাবাবে। কিন্তু দিনশেষে এটা আমাদের দলগত ব্য়র্থতা এবং সেই কারণেই হারতে হয়েছে।'


ওয়াংখেড়েতে তৃতীয় টেস্টে ২৫ রানে পরাজিত হয় ভারত। এই পরাজয়ের ফলে রোহিত বাহিনীর টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছনোর অঙ্কটা বেশ খানিকটা জটিল হল। অপরদিকে, প্রথমবারের চ্যাম্পিয়ন নিউজ়িল্যান্ডের এক ধাপ উপরে উঠে এল। 


এই সিরিজ় শুরুর আগে ভারতীয় দল এই টেবিলে একেবারে শীর্ষে ছিল। টেস্টের বেস্ট হওয়ার লড়াইয়ে নাগাড়ে তৃতীয়বার নামার জন্য রোহিতরাই ফেভারিট ছিলেন। তবে নাগাড়ে তিন টেস্ট হেরে শীর্ষস্থান থেকে এক ধাপ নেমে দ্বিতীয় স্থানে চলে এল ভারত। শীর্ষে পৌঁছল লাল বলের ক্রিকেটে তাঁদের পরবর্তী প্রতিপক্ষ তথা গত বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। অজ়িদের পয়েন্টের শতকরা ৬২.৫০ শতাংশ। সেখানে ভারতের পয়েন্টের শতকরা কমে দাঁড়াল ৫৮.৩৩।


অপরদিকে, নিউজ়িল্যান্ড (পয়েন্টের শতকরা ৫৪.৫৫) দক্ষিণ আফ্রিকাকে পিছনে ফেলে চারে উঠে এল। তৃতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার (পয়েন্টের শতকরা ৫৫.৫৬) ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন কিউয়িরা। প্রোটিয়া বাহিনী শতকরা ৫৪.১৭ পয়েন্ট নিয়ে আপাতত পঞ্চম স্থানে রয়েছে। এহেন পরিস্থিতিতে ভারতকে ফাইনালে পৌঁছতে হল বাকি পাঁচটি ম্যাচের মধ্যে অন্তত তিন থেকে চারটি ম্যাচ জিততে হবে। লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর লড়াই যে জমে গেল এবং ভারতের পথটা বেশ বেশ কঠিন হল, তা বলাই বাহুল্য। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ১৪৭ রানও হল না, ইতিহাস গড়ে ভারতকে হোয়াইটওয়াশ করল নিউজ়িল্যান্ড