মুম্বই: টেস্ট কেরিয়ারের শুরুটা হয়েছিল সাড়া জাগিয়ে। কিন্তু টেস্টে ১০ ইনিংসে তিনটি 'ডাক'। শনিবার ঘরের মাঠ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামেও ৪ বল খেলে ০ রান করে ফিরলেন সরফরাজ খান (Sarfaraz Khan)। যা দেখে স্তম্ভিত ক্রিকেটারের বাবা নওশাদ খান ও ভাই মুশির খান। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
নিউজ়িল্য়ান্ডের (India vs New Zealand) বিরুদ্ধে মুম্বই টেস্টে ভারতের প্রথম ইনিংসে কোনও রান করার আগেই ফেরেন সরফরাজ। নিউজ়িল্যান্ডের স্পিনার আজাজ পটেলের বলে কট বিহাইন্ড হন সরফরাজ। তিনি ব্যাট করতে নেমেছিলেন আট নম্বরে। রবীন্দ্র জাডেজা আউট হয়ে ফেরার পর। ক্রিজে তাঁর আয়ু ছিল সাকুল্যে ৪ মিনিট।
সরফরাজের খেলা দেখার জন্য গ্যালারিতে ছিলেন বাবা নওশাদ ও ভাই মুশির। নওশাদ আবার সরফরাজের শৈশবের কোচও। তাঁর হাত ধরেই ক্রিকেট মাঠে আসা সরফরাজের। সরফরাজ যে শূন্য় রানে ফিরবেন, ভাবতেই পারেননি তাঁরা। সরফরাজ আউট হতেই তাই স্তম্ভিত, বাকরুদ্ধ হয়ে যান নওশাদ ও মুশির। মুশিরও মুম্বইয়ের হয়ে খেলেন। জাতীয় দলে ঢোকারও দাবিদার। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে সফল।
আরও পড়ুন: ১৯ বছর বয়সে প্রথম সুযোগ, ৩১ ছুঁতে চললেন, বরাবরই স্পেশ্যাল হতে চেয়েছিলেন বুম বুম বুমরা
আগের দিন ৮৬/৪ স্কোর নিয়ে খেলতে নেমে শনিবার প্রতিরোধ গড়ে তোলেন শুভমন গিল ও ঋষভ পন্থ। গিল আগের দিন ৩১ রানে অপরাজিত ছিলেন। ৯০ রান করে আউট হলেন শেষে। শুক্রবার ১ রান করে ক্রিজে ছিলেন পন্থ। শনিবার তিনি আউট হন ৬০ রান করে। পঞ্চম উইকেটে তাঁদের ৯৬ রানের পার্টনারশিপ ম্যাচে ভারতকে লড়াইয়ে ফেরায়। নিউজ়িল্যান্ড স্পিনারদের বিব্রত করে তোলেন দুজনে মিলে। ম্যাট হেনরি পন্থের ক্যাচ ফেলে দিয়েছিলেন। ৩৬ বলে হাফসেঞ্চুরি করেন পন্থ। যা নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্টে কোনও ভারতীয়র করা দ্রুততম হাফসেঞ্চুরি। শেষ পর্যন্ত ৫৯ বলে ৬০ রান করে আউট হন পন্থ।
আরও পড়ুন: ব্যাট-প্যাড কেনার টাকা ছিল না বলে হয়ে গেলেন পেসার! অবাক করবে কেকেআর তরুণের কাহিনি
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।