কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের একেবারে উল্টো সুর এবার মনোজ তিওয়ারির গলায়। পাকিস্তান ম্যাচে এশিয়া কাপে ভারতের খেলা উচিৎ নয় বলেই মনে করেন বাংলার প্রাক্তন অধিনায়ক। আগামী সেপ্টেম্বরে রয়েছে এশিয়া কাপ। সূচি অনুযায়ী আগামী ১৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার কথা ভারতীয় দলের। তবে মনোজ মনে করেন এই খেলা বয়কট করা উচিৎ বিসিসিআইয়ের।
সংবাদ সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বলেন, ''আমি এশিয়া কাপে ভারত-পাকিস্তানে ম্য়াচ না খেলার পক্ষে। আমার মতে এই ম্যাচ আয়ােজন করা উচিৎ নয় কোনওমতেই। বিশেষ করে পহেলগাঁতে যে জঙ্গি হামলা হয়েছে, আর তাতে যেভাবে নিরীহ মানুষকে তাঁদের প্রাণ হারাতে হয়েছে, এরপর কোনওভাবেই পাকিস্তানের বিরুদ্ধে খেলা উচিৎ নয় ভারতের। মানুষের জীবনের মূল্য অনেক বেশি।''
এশিয়া কাপের যে দুটো গ্রুপে ভাগ করা হয়েছে, তাতে গ্রুপ A-তে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি ও ওমান। অন্য়দিকে গ্রুপ বি-তে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, হংকং, আফগানিস্তান। মনোজ আরও বলছেন, ''পরিস্থিতি এখন খুবই খারাপ। এই পরিস্থিতিতে আমরা কীভাবে ভারত-পাকিস্তান ম্য়াচ আয়োজনের কথা ভাবতে পারি? আমার মনে হয় বোর্ডেরও এই দিকটাই লক্ষ্য রাখা উচিৎ, যাতে কােনওভাবেই এই মুহূর্তে ভারত-পাকিস্তান ম্য়াচ আয়োজন না করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথার সূত্র ধরেই প্রাক্তন ডানহাতি ব্যাটারের বক্তব্য, ''আমাদের প্রধানমন্ত্রী বলছেন যে অপারেশন সিঁদুর এখনও চলছে। তাহলে এর মধ্য়েই পাকিস্তানের সঙ্গে ম্য়াচ খেলার কথা ভাবাই যায় না।'
উল্লেখ্য, চলতি লেজেন্ডস ক্রিকেট লিগে পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচ বয়কট করেছিলেন যুবরাজ, হরভজন, পাঠানরা। তবে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে এশিয়া কাপে খেলা উচিৎ ভারতের পাকিস্তানের বিরুদ্ধে। তিনি বলেছিলেন, ''খেলাধূলো বন্ধ হওয়া উচিৎ নয়। এগিয়ে যাওয়া উচিৎ। পহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঘটনার তীব্র নিন্দা জানাই। এরকম ঘটনা ভবিষ্যতেও যেন না হয়, তার দিকে লক্ষ্য রাখতেই হবে। ভারত ও কেন্দ্রীয় সরকার এর আগেও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে সবসময়। আশা রাখি খেলাধূলো বন্ধ হবে না তার জন্য়। ভারত-পাকিস্তান দ্বৈরথ হওয়া উচিৎ।''
এশিয়া কাপ নিরপেক্ষ ভেন্য়ুতে হবে এটা তো নিশ্চিত। কিন্তু এখনও যে টানাপোড়েন চলছে, তাতে আদৌ ভারত-পাকিস্তান ম্যাচ হবে কি না তা সন্দেহ থেকেই যাচ্ছে।