মুম্বই: আগামী এশিয়া কাপে (Asia Cup) ভারত ও পাকিস্তান (India vs Pakistan) একই গ্রুপে রয়েছে। সূচি অনুযায়ী আগামী ১৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা দু দলের। কিন্তু প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের (Mohammed Azharuddin) মনে হয় এই ম্যাচে ভারতের খেলা উচিৎ নয়। পহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তনের সঙ্গে সবরকম সম্পর্ক ছিন্ন করার দাবি উঠেছিল। যদিও বিসিসিআই পরবর্তীতে এই নিয়ে কোনও অফিশিয়াল বিবৃতি দেয়নি। আগামী ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত এশিয়া কাপ।
সংবাদ সংস্থা IANS-কে দেওয়া সাক্ষাৎকারে আজহার বলেছেন, ''এই মহূর্তে দেশের যা পরিস্থিতি। দু দেশের যা সম্পর্কের টানাপোড়েন, তাতে কোনওভাবেই এই ম্য়াচে ভারতের খেলা উচিৎ না। দেশের সবাই জঙ্গি হামলার ঘটনার পর আতঙ্কিত।'' আজহার আরও বলছেন, ''যদি একান্তই ভারত পাকিস্তানের বিরুদ্ধে খেলে, তাহলে আমার মতে সব সিরিজেই একসঙ্গে খেলা উচিৎ। ২০১২ সাল থেকে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ দু দেশের। তাহলে সেই দ্বিপাক্ষিক সিরিজও চালু করা উচিৎ।''
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচ বয়কট করেছিল ভারতীয় ক্রিকেট দল। এই নিয়ে প্রাক্তন পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদি খোঁচাও দিয়েছিলেন। সৌরভও মনে করেন ভারত-পাকিস্তান ম্য়াচ হওয়া উচিৎ। প্রিন্স অফ ক্যালকাটা বলছেন, ''খেলাধূলো বন্ধ হওয়া উচিৎ নয়। এগিয়ে যাওয়া উচিৎ। পহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঘটনার তীব্র নিন্দা জানাই। এরকম ঘটনা ভবিষ্যতেও যেন না হয়, তার দিকে লক্ষ্য রাখতেই হবে। ভারত ও কেন্দ্রীয় সরকার এর আগেও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে সবসময়। আশা রাখি খেলাধূলো বন্ধ হবে না তার জন্য়। ভারত-পাকিস্তান দ্বৈরথ হওয়া উচিৎ।'' উল্লেখ্য, এশিয়া কাপে গ্রুপ এ তে রয়েছে ভারত, পাকিস্তান, আমিরশাহি ও ওমান। বি গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও হংকং।
উল্লেখ্য, ভারতীয় দল এবারের এশিয়া কাপের আয়োজক দেশ। তবে বিসিসিআই এবং পিসিবির চুক্তি অনুযায়ী পরবর্তী তিন বছর দুই দল কোনও টুর্নামেন্টে মুখোমুখি হলেও, একে অপরের দেশে খেলবে না, খেলা হবে নিরপেক্ষ কোনও স্থানে, ঠিক যেমন চ্যাম্পিয়ন্স ট্রফির সময় ভারতীয় দল মরুদেশে নিজেদের সব ম্যাচ খেলেছিল, তেমন। সেইমতোই কোন দেশে এশিয়া কাপ আয়োজিত হবে, সেই নিয়েই জল্পনা ছিল। তবে সেইসব জল্পনা কাটল অবশেষে।