দুবাই: এশিয়া কাপের (Asia Cup 2025) মঞ্চে ভারত ও পাকিস্তানের দ্বিতীয়বার মুখোমুখি লড়াই। গ্রুপ পর্বের ম্য়াচে ভারত টেক্কা দিয়েছিল পাক শিবিরকে। হেসেখেলে জয় ছিনিয়ে নিয়েছিল। সেদিন বল হাতে ভেল্কি দেখিয়েছিলেন কুলদীপ যাদব। এরপর ব্য়াট হাতে অভিষেক শর্মা (Abhishek Sharma) ও সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) অনায়াসেই জয় ছিনিয়ে আনতে পেরেছিলেন। তবে সেটি ছিল গ্রুপের লড়াই। আজ সুপার ফোরের মহারণ। ইতিমধ্যেই এই প্রতিবেদন লেখার সময় ভারত টস জিতে ফিল্ডিং নিয়েছে। আজকের মহারণে এমন তিনটি ডুয়েল যার দিকে নজর থাকবে ২ দেশের ক্রিকেট প্রেমীদের- - - 

অভিষেক শর্মা বনাম শাহিন আফ্রিদি

অভিষেক শর্মা পাকিস্তানের বিরুদ্ধে প্রথমবার সিনিয়র দলের জার্সিতে খেলতে নেমেছিলেন এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্য়াচে। ব্যাট হাতে ঝড় তুলেছিলেন। কিন্তু এবার সুপার ফোরের ম্য়াচ। পাকিস্তান দলের যা বোলিং লাইন আপ তাতে শুরুতে শাহিন আফ্রিদিকেই একটু সমীহ করা যায়। যদিও গ্রুপ পর্বের ম্যাচে শাহিনের বলে প্রচুর রান তুলেছিলেন। কিন্তু বাঁহাতি পাক পেসার কিন্তু বেগ দিতে পারেন ম্য়াচে। ওপেনিংয়ে অভিষেককে এবার পাল্টা আউট করে ম্য়াচ জমিয়ে দিতে পারবেন শাহিন? না কি ফের একবার ব্যাট হাতে তাণ্ডব চালানো শুরু করবেন ভারতীয় ওপেনার।

শুভমন গিল বনাম সইম আয়ুব

প্রথম ম্য়াচে ব্য়াট হাতে রান পাননি সইম আয়ুব। ভারতের বিরুদ্ধে গ্রুপের ম্য়াচে প্রথম ওভারেই হার্দিকের বলে ক্যাচ আউট হয়েছিলেন। কিন্তু স্পিনার হিসেবে নিজের জাত চিনিয়েছেন। তিনটি উইকেট নিয়েছিলেন, যার মধ্যে রয়েছে শুভমন গিলের উইকেটও। স্পিনের বিরুদ্ধে কিছুটা দুর্বলতা আছে গিলের। যা বারবার ফুটে উঠেছে। ওমানের বিরুদ্ধে ম্য়াচেও সেই সমস্যা দেখা গিয়েছিল। এটা দেখার য়ে আয়ুব ফের একবার গিলকে নিজের শিকারের তালিকায় আনতে পারেন কি না।

হার্দিক পাণ্ড্য বনাম শাহিন আফ্রিদি

আগের ম্য়াচে পাকিস্তানের টপ ওমিডল অর্ডার রান পায়নি। কিন্তু দলের মূল যে পেসার সেই ব্যাট হাতে ১৬ বলে ঝোড়ো ৩৩ রানের ইনিংস খেলেছিলেন। এছাড়া আমিরশাহির বিরুদ্ধেও ১৪ বলে ২৯ রানের ইনিংস খেলেছিলেন শাহিন। ভারতের এই দলের সেরা পেসার অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য। বল হাতে প্রতি ম্য়াচে প্রথম ওভার করছেন। ব্য়াট হাতে লোয়ার অর্ডারে নেমে শাহিনের বিরুদ্ধে বড় বড় ছক্কা হাঁকানোর ক্ষমতা রাখেন বঢোদরার অলরাউন্ডার।