নিউ ইয়র্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) আগেই বিসিসিআইয়ের (BCCI) তরফে জানানো হয়েছিল যে রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে তিনিই ওপেন করতে নামবেন। আইপিএলে আরসিবির ওপেনার হিসেবে খেলতে নেমেই অরেঞ্জ ক্যাপ জিতেছেন গত মরশুমে। তাই রোহিতের সঙ্গেও বিরাট কোহলিকেই ওপেনার হিসেবে দেখতে চেয়েছিলেন নির্বাচকরা। কিন্তু আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্য়াচে প্রাক্তন ভারত অধিনায়ক ব্যর্থ হওয়ার পরই প্রশ্ন ওঠা শুরু হয়ে গিয়েছে, আদৌ ওপেনার হিসেবে বিরাটকে খেলানোর সিদ্ধান্তটা বুমেরাং হল না তো? সেক্ষেত্রে পরবর্তী ম্য়াচ পাকিস্তানের বিরুদ্ধে কে ওপেনার হিসেবে খেলবেন তা নিয়ে চিন্তা ভাবনা করছে টিম ম্য়ানেজমেন্ট।
বিরাট আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্য়াচে পাঁচ বল খেলেছিলেন। আর করেছিলেন মাত্র ১ রান। ক্যাচ আউট হয়ে ফিরে যান তিনি। বিরাট যেখানে ব্যর্থ হলেন সেখানে রিজার্ভ বেঞ্চে বসে স্পেশালিস্ট ওপেনার যশস্বী জয়য়ওয়াল। তাই পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচে জয়সওয়ালকে একাদশে ঢোকানোর দাবি উঠেছে। সেক্ষেত্রে কি বাদ পড়বেন বিরাট? কারণ তিন নম্বরে নেমে ওয়ার্ম আপ ম্য়াচ ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্য়াচ, দুটো ম্য়াচেই দুর্দান্ত পারফর্ম করেছেন পন্থ। গতকালের ম্যাচে ২৬ বলে ৩৬ রান করেছিলেন। তিনটি বাউন্ডারি ও ২টো ছক্কাও হাঁকান তিনি।
ইতিমধ্যেই কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সুনীল ছেত্রী জয়সওয়ালকেই ওপেনার হিসেবে দেখতে চেয়েছেন। জয়সওয়াল আইপিএলে ওপেনার হিসেবে গত মরশুমে ৪৩৫ রান করেছেন। একটি শতরানও হাঁকিয়েছেন। যদিও তাঁকে চেনা ছন্দে মনে হয়নি। কিন্তু দেশের জার্সিতে ১৬টি টি-টোয়েন্টিতে খেলেছেন ওপনার হিসেবেই। আর তাছাড়া রোহিতের সঙ্গে ওপেনে নামলেন ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনও একটা বাড়তি প্লাস পয়েন্ট হবে ভারতীয় দলের, মনে করেন লিটল মাস্টার।
২০২২ সালে মেলবোর্নে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে ৮২ রানের ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। তিনিই ম্য়াচে ভারতের জয়ের নায়ক ছিলেন। তবে সেবারও তিন নম্বরে নেমে ব্যাটিং করেছিলেন কিং কোহলি। নিজের কেরিয়ারের সেরা সময়টা তিন নম্বর স্লটে খেলেছেন বিরাট। তাই সেই তিনেই ফিরুক কোহলি, এমনটাই চাইছেন সবাই। সেক্ষেত্রে যদি জয়সওয়াল ঢোকেন একাদশে, তবে কিন্তু দুবেকে একাদশের বাইরে বসতে হতে পারে।