দুবাই: এশিয়া কাপে এখনও পর্যন্ত অপরাজিত ভারত। গ্রুপ পর্বের তিন ম্যাচে তিনটিতেই জিতেছে টিম ইন্ডিয়া। প্রথম দুই ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহি ও পাকিস্তানকে একপেশেভাবে হারিয়েছে ভারত। ওমান কিচুটা লড়াই করলেও জিততে সমস্যা হয়নি ভারতের। রবিবার, মহালয়ার রাতে এশিয়া কাপের সুপার ফোরে ফের পাকিস্তানের মুখোমুখি ভারত। যে ম্যাচে দলে বড় পরিবর্তন করল ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
ওমানের বিরুদ্ধে ভারতের একাদশে সুযোগ দেওয়া হয়েছিল বাঁহাতি পেসার অর্শদীপ সিংহ ও হর্ষিত রানাকে। পাকিস্তানের বিরুদ্ধে তাঁদের দুজনকেই ফের প্রথম একাদশের বাইরে বসতে হচ্ছে।
টসের পরই ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়ে দিলেন যে, প্রথম একাদশে দুটি বদল ঘটিয়েছেন। কারা খেলছেন? যশপ্রীত বুমরা ও বরুণ চক্রবর্তী। একজন গতি ও নিশানার রাজা। অন্যজন বিস্ময় স্পিনার। যার অর্থ, সুপার ফোরে আরও শক্তিশালী হয়ে মাঠে নামছে ভারতীয় দল।
টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন সূর্যকুমার। পাকিস্তানের বিরুদ্ধে আগের ম্যাচেও প্রথমে ফিল্ডিং করে জিতেছিল ভারত। সেই কৌশলই বজায় রাখছে টিম ইন্ডিয়া।
টসের পর সূর্যকুমার বললেন, 'আমরা প্রথমে বোলিং করব। পিচ দেখে দারুণ লাগছে। কাল শিশির পড়েছিল। প্রথম ম্যাচ থেকেই আমরা নক আউট ভেবে মাঠে নামছি। কিছুই পাল্টায়নি। আর পাঁচটা ম্যাচের মতোই মাঠে নামছি। আবু ধাবির পিচ সম্পূর্ণ আলাদা ছিল। এই ম্যাচের জন্য বরুণ ও বুমরা একাদশে ফিরছে। অর্শদীপ ও হর্ষিতের বদলে।'
ভারতের একাদশ: অভিষেক শর্মা, শুভমন গিল (সহ অধিনায়ক), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শিবম দুবে, হার্দিক পাণ্ড্য, অক্ষর পটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী ও যশপ্রীত বুমরা।
পাকিস্তানের একাদশ: সঈম আয়ুব, সাহিবজাদা ফারহান, ফখর জামান, সলমন আঘা (অধিনায়ক), হুসেন তালাত, মহম্মদ হ্যারিস (উইকেটকিপার), মহম্মদ নওয়াজ, ফাহিম আশরফ, শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ ও আব্রার আমেদ।