ডারবান: দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ৬১ রানে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। সূর্যকুমার যাদবের নেতৃত্বে প্রোটিয়া বাহিনীর বিরুদ্ধে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে এই মুহূর্তে টিম ইন্ডিয়া। ম্যাচে সঞ্জু স্যামসন দুরন্ত শতরানের ইনিংস খেলেছিলেন। কিন্তু রান পাননি রিঙ্কু সিংহকে (Rinku Singh)। ১০ বলে ১১ রানের ইনিংস খেলেন নাইট রাইডার্সের তারকা ব্যাটার। তবে রিঙ্কুর ব্যাটিং পজিশন নিয়ে বেশ ক্ষুব্ধ প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া। টিম ম্য়ানেজমেন্টের ওপরই ক্ষেপে তিনি।
ডারবানে শুক্রবার ছয় নম্বরে ব্যাট করতে নেমে ১০ বলে ১১ রানের ইনিংস খেলেন। আকাশ চোপড়া নিজের ইউটিউব চ্যানেলে বলেন, ''আমরা কি রিঙ্কুর সঙ্গে ঠিক করছি এটা? এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমি কেন তা জিজ্ঞাসা করছি বুঝুন। আপনি ওকে দলে নিয়েছেন। ও দলের অটোমেটিক চয়েস হবে। বাংলাদেশের বিরুদ্ধে ও তার আগের সিরিজেও রিঙ্কুকে সুযোগ দেওয়া হয়েছে। টপ অর্ডারে যখনই ওকে খেলানো হয়েছে, ও কিন্তু রান করেছে। অর্ধশতরানের ইনিংস খেলেছে। এছাড়াও বিপদের সময় রান করেছে। দুটো অর্ধশতরানও দুর্দান্ত স্ট্রাইক রেটে করেছিল রিঙ্কু। তাহলে কেন তাঁকে চার নম্বরে পাঠানো হল না ডারবানে? কেন নীচের দিকে, ৬ নম্বর পজিশনে পাঠানো হল?''
এরপরই দিল্লির প্রাক্তন এই ক্রিকেটার আরও বলেন, ''রিঙ্কু ব্যাট হাতে ফিনিশারের কাজ দারুণভাবে সামলেছে। কিন্তু রিঙ্কু শুধু ফিনিশারই নয়। এটাই আমার মনে হয়। আমার মনে হয় রিঙ্কু ভালমতই জানেন খেলা কীভাবে চালিয়ে নিয়ে যেতে হয়।''
ম্য়াচে প্রথমে ব্যাট করতে নেমে সঞ্জুর শতরানের দৌলতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০২ রান বোর্ডে তুলে নিয়েছিল ভারত। তিলক ভার্মা ম্য়াচে ১৮ বলে ৩৩ রানের ইনিংস খেলেন। সূর্যকুমার যাদব ১৭ বলে ২১ রানের ইনিংস খেলেন। রান তাড়া করতে নেমে মাত্র ১৪১ রানেই শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ভারতের হয়ে সফল বোলার বরুণ চক্রবর্তী ও রবি বিষ্ণোই। ২ জনেই তিনটি করে উইকেট নেন। চার ম্য়াচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারতীয় ক্রিকেট দল। আগামী ১০ নভেম্বর, রবিবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্য়াচ।
আরও পড়ুন: সামনে নতুন লক্ষ্য, নতুন মরশুম শুরুর আগেই তাই বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন নীরজ