IND Vs SA Live: সঞ্জুর ব্যাটিংয়ের পর অর্শদীপের বোলিং, দক্ষিণ আফ্রিকাকে তৃতীয় ওয়ান ডেতে হারিয়ে সিরিজ় জয় ভারতের
India Vs South Africa 3rd ODI Live Updates: ভারতের হয়ে এই ম্যাচেই অভিষেক ঘটাচ্ছেন রজত পাতিদার।
সিরিজ় জয় ভারতের। দক্ষিণ আফ্রিকাকে এই ম্যাচে ৭৮ রানে হারিয়ে ২০১৮ সালের পর মাত্র দ্বিতীয়বার রামধনুর দেশে ওয়ান ডে সিরিজ় জিতল ভারত। ২১৮ রানেই অল আউট হয়ে গেল দক্ষিণ আফ্রিকা।
ম্যাচে নিজের তৃতীয় সাফল্য পেলেন অর্শদীপ সিংহ। কেশব মহারাজকে ১৪ রানে ফেরালেন তিনি। ২১০ রানে অষ্টম উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা।
হেনরিখ ক্লাসেনকে ২১ রানে সাজঘরে ফেরালেন আবেশ খান। তবে এই উইকেটে আবেশের থেকে সাই সুদর্শনের কৃতিত্ব বেশি। তিনি সামনে ঝাঁপিয়ে এক অনবদ্য ক্যাচ ধরেন। পরের ওভারই উইয়ান মুল্ডারকে এক রানে ফেরালেন সুন্দর। আম্পায়র আউট না দিলেও, ডিআরএস নিয়ে সাফল্য পেল ভারত। ১৭৭ রানে ছয় উইকেট হারিয়ে চাপে দক্ষিণ আফ্রিকা।
অবশেষে ডি জর্জ়ি আউট। আম্পায়ার আউট না দিলেও, ডিআরএসের মাধ্যমে ৮১ রানে প্রোটিয়া ওপেনারকে সাজঘরে ফেরালেন অর্শদীপ সিংহ। বাঁ-হাতি ফাস্ট বোলারের নিখুঁত ইয়র্কারই টিম ইন্ডিয়া সাফল্য এনে দিল।
অবশেষে ডি জর্জ়ি আউট। আম্পায়ার আউট না দিলেও, ডিআরএসের মাধ্যমে ৮১ রানে প্রোটিয়া ওপেনারকে সাজঘরে ফেরালেন অর্শদীপ সিংহ। বাঁ-হাতি ফাস্ট বোলারের নিখুঁত ইয়র্কারই টিম ইন্ডিয়া সাফল্য এনে দিল।
মুকেশ কুমার ডি জর্জ়ির ক্যাচ ফেলার ঠিক পরের ওভারেই মারক্রমকে ৩৬ রানে আউট করলেন ওয়াশিংটন সুন্দর। ২৮ তম ওভারে তিন উইকেট হারিয়ে ১৫০ রানের গণ্ডি পার করল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া দলের বর্তমান স্কোর ১৫২/৩।
গত ম্যাচে শতরান হাঁকিয়েছিলেন। এ ম্যাচেও ইতিমধ্যেই অর্ধশতরান হাঁকিয়ে ফেলেছিলেন। সেই ডি জর্জ়িকে আউট করার সুবর্ণ সুযোগ এসেছিল। অক্ষর পটেলের বলে রিভার্স স্যুইপ মারতে গিয়ে বল তাঁর ব্যাটের কাণায় লেগে উপরে উঠে যায়। তবে সেই ম্যাচ মিস করেন মুকেশ কুমার। ৬৭ রানে জীবনদান পেলেন ডি জর্জ়ি। ইনিংসের মাঝপথে দক্ষিণ আফ্রিকার স্কোর ১৩৫/২।
১৬ বল খেলে ফেললেও মাত্র দুই রানই করতে পেরেছিলেন রাসি ভ্যান দার দাসেন। রান করার লক্ষ্যে ছটফট করছিলেন তিনি। সেই প্রয়াসেই অক্ষর পটেলের বলে বোল্ড হলেন দাসেন। ৭৬ রানে দ্বিতীয় উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। তবে গত ম্যাচে শতরান হাঁকানো ডি জর্জ়ি ফের একবার ভাল ছন্দে ব্যাট করছেন। অর্ধশতরানের দোরগোড়ায় তিনি। ৪৭ রানে ব্যাট করছেন।
রিজা হেন্ডরিক্সকে সিরিজ়ে তৃতীয়বার আউট করলেন অর্শদীপ সিংহ। অবশেষে সাফল্য পেল ভারত। ৫৯ রানে ভাঙল দক্ষিণ আফ্রিকার ওপেনিং জুটি।
মাত্র সপ্তম ওভারেই বিনা উইকেটে ৫০ রান তুলে ফেলল দক্ষিণ আফ্রিকা। দুই প্রোটিয়া ওপেনারকেই বেশ ভাল ছন্দে দেখাচ্ছে। রিজ়া হেন্ডরিক্স ১৮ ও টনি ডি জর্জ়ি ৩০ রানে ব্যাট করছেন। সাত ওভার শেষে প্রোটিয়া দলের স্কোর বিনা উইকেটে ৫৪ রান।
ফের একবার প্রভাবিত করলেন 'ফিনিশার' রিঙ্কু সিংহ। ইনিংসের শেষ ওভারে ২৭ বলে ৩৮ রান করে আউট হন তিনি। তবে তিনশো রানের গণ্ডি পার করতে পারল না ভারত। ৫০ ওভারে ভারত তুলল ২৯৬/৮।
হাতে আর দুই ওভার রয়েছে। ক্রিজে রয়েছেন রিঙ্কু সিংহ এবং ওয়াশিংটন সুন্দর। ৪৮ ওভার শেষে ভারতের স্কোর ২৭০/৬। ভারত তিনশো রানের গণ্ডি পার করতে পারে কি না সেটাই দেখার বিষয়। এর আগের ওভারেই হেন্ডরিক্সের বলে এক রানে আউট হন অক্ষর পটেল।
১১০ বলে কেরিয়ারের প্রথম ওয়ান ডে শতরান হাঁকালেন সঞ্জু স্যামসন। ছন্দে রিঙ্কুও। ৪৫ ওভার শেষে ভারতের স্কোর ২৪৫/৪। স্যামসন বর্তমানে ১০৮ ও রিঙ্কু ১৬ রানে ব্যাট করছেন।
কেরিয়ারের প্রথম ওয়ান ডে অর্ধশতরানের পর নিজের ইনিংসকে আর বেশিদূর এগিয়ে নিয়ে যেতে পারলেন না তিলক বর্মা। ৭৭ বলে ৫২ রান করে কেশব মহারাজের বলে আউট হলেন তিলক। ভাঙল ১১৬ রানের পার্টনারশিপ। ২১৭ রানে চতুর্থ উইকেট হারাল ভারত।
৪০তম ওভারে দু'শো রানের গণ্ডি পার করল ভারতীয় ক্রিকেট দল। চতুর্থ উইকেটে স্যামসন ও তিলক শতরানের পার্টনারশিপও গড়ে ফেলেছেন। ৪০ ওভার শেষে ভারতের স্কোর ২০৩/৩। বর্তমানে তিলক ৪৮ ও স্যামসন ৮৬ রানে ব্যাট করছেন।
৬৯ বলে নিজের অর্ধশতরান পূরণ করলেন সঞ্জু স্য়ামসন। তিলক বর্মার সঙ্গে ভারতীয় ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। ৩১ ওভার শেষে ভারতের স্কোর ১৩৫/৩।
সেট হয়ে গিয়ে ফের একবার নিজের উইকেট হারালেন রাহুল। উইয়ান মুলডারের বলে স্যুইপ মারতে গিয়ে ২১ রানে আউট হন রাহুল। তবে শতরানের গণ্ডি পার করে ফেলেছে ভারতীয় দল। ২০ ওভার শেষে ভারতের স্কোর ১০২/৩। সঞ্জু স্যামসন ৩৮ রানে ব্যাট করছেন। তিলক বর্মা খেলছেন এক রানে।
৫০ রানের গণ্ডি পার করার আগেই দ্বিতীয় উইকেট হারিয়ে ফেলল ভারতীয় দল। ১০ রানে আউট হলেন সাই সুদর্শন। আট ওভার শেষে ভারতের স্কোর ৫০/২।
নিজের অভিষেক ম্যাচে দুরন্ত ছন্দে দেখাচ্ছিল রজত পাতিদারকে। গত ম্যাচের মতো ফের একবার নতুন বলে দক্ষিণ আফ্রিকাকে সাফল্য এনে দিলেন নন্দ্রে বার্গার। ২২ রানে আউট হলেন পাতিদার। পঞ্চম ওভারে ৩৪ রানে প্রথম উইকেট হারাল ভারত।
ভারতীয় দল শেষ ওয়ান ডেতে নিজেদের একাদশে বদল ঘটিয়েছে। আঙুলের চোটে আহত রুতুরাজ গায়কোয়াড়ের জায়গায় নিজের ওয়ান ডে অভিষেক ঘটাচ্ছেন রজত পাতিদার। কুলদীপ যাদবকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর বদলে সুযোগ পেলেন ওয়াশিংটন সুন্দর।
তৃতীয় ওয়ান ডেতে প্রথমে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এইডেন মারক্রামের।
প্রেক্ষাপট
পার্ল: তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজের প্রথম ম্য়াচে হেলায় প্রোটিয়া বাহিনীকে হারিয়ে দিয়েছিল ভারত (India Cricket Team)। তবে দ্বিতীয় ম্য়াচেই দুর্দান্তভাবে ফিরে এসেছিল দক্ষিণ আফ্রিকা (India vs South Africa)। টোনি জর্জির শতরানের ওপর ভর করে দ্বিতীয় ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এমনকী ব্য়াটিং-বোলিং কোনও বিভাগেই প্রোটিয়াদের আগের ম্য়াচে টেক্কা দিতে পারেনি ভারত। আজ তৃতীয় ওয়ান ডে ম্য়াচে ২ দল মুখোমুখি হতে চলেছে পার্লে। এই ম্য়াচ যে জিতবে, সিরিজও তাঁরাই দখল করে নেবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -