India vs South Africa Live: ১৩৫ রানে ম্যাচ জিতে দক্ষিণ আফ্রিকার ডেরায় গিয়ে সিংহ-বধ ভারতের, সিরিজও পকেটে

IND vs SA Live Score: চার ম্যাচের টি-২০ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়েই ছিল ভারত। চতুর্থ টি-২০ ম্যাচে ভারত জিতল ১৩৫ রানে। ৩-১ ব্যবধানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ট্রফি জিতল ভারত

ABP Ananda Last Updated: 16 Nov 2024 12:44 AM
India vs SA Live Score: ১৪৮ রানে শেষ দক্ষিণ আফ্রিকা

১৮.২ ওভারে ১৪৮ রানে শেষ দক্ষিণ আফ্রিকা। ১৩৫ রানে ম্যাচ জিতে ৩-১ ব্যবধানে টি-২০ সিরিজ জিতে নিল ভারত।

Ind vs SA Live: ১২.১ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ৯৬/৬

ডেভিড মিলারকে ফেরালেন বরুণ। পরের ওভারের প্রথম বলেই রবি বিষ্ণোইয়ের বলে আউট ট্রিস্টান স্টাবস (২৯ বলে ৪৩ রান)। ১২.১ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ৯৬/৬। 

IND vs SA T20 Live: ১০ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৭৩/৪

১০ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৭৩/৪। ক্রিজে স্টাবস ও মিলার।

India vs SA Live Score: ৭ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৪০/৪

৭ ওভারের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৪০/৪। ক্রিজে ট্রিস্টান স্টাবস ও ডেভিড মিলার।

IND vs SA 4th T20 Live: ৩ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ১০/৪

ভয়ঙ্কর অর্শদীপ। তৃতীয় ওভারে পরপর ২ বলে তুলে নিলেন এইডেন মারক্রাম ও হেনরিখ ক্লাসেনকে। ৩ ওভারে দক্ষিণ আফ্রিকার স্কোর ১০/৪।

India vs SA Live Score: আউট মারক্রাম

দক্ষিণ আফ্রিকার তৃতীয় উইকেটের পতন। অর্শদীপ সিংহের বলে এবার ক্যাচ আউট হয়ে গেলেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মারক্রাম। দক্ষিণ আফ্রিকার স্কোর ১০/৩

Ind vs SA Live: হার্দিকের বলে আউট রিকেলটন

স্যামসনের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন প্রোটিয়া ওপেনার রিকেলটন। ১ রান বোর্ডে তুলতেই জোড়া উইকেট হারাল প্রোটিয়া শিবির। এবার উইকেট পেলেন হার্দিক।

India vs SA Live Score: আউট হেন্ড্রিক্স

রান তাড়া করতে নেমে তৃতীয় বলেই উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। অর্শদীপ সিংহের বলে বোল্ড রেজা হেন্ড্রিক্স। 

Ind vs SA Live: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে এটাই কোনও দলের সর্বোচ্চ স্কোর

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে এটাই কোনও দলের সর্বোচ্চ স্কোর। ভেঙে গেল ওয়েস্ট ইন্ডিজের রেকর্ড। ২০২৩ সালে সেঞ্চুরিয়নে ২৫৮/৩ তুলেছিল ভারত। ক্যারিবিয়ানদের চেয়েও ২৫ রান বেশি করল ভারত।

India vs SA Live Score: ২০ ওভারে ভারত তুলল ২৮৩/১

২০ ওভারে ভারত তুলল ২৮৩/১। ৫৬ বলে ১০৯ রানে অপরাজিত রইলেন সঞ্জু। ৪৭ বলে ১২০ রানে অপরাজিত তিলক বর্মা।

IND vs SA T20 Live: ৪১ বলে সেঞ্চুরি তিলক বর্মার

৪১ বলে সেঞ্চুরি তিলক বর্মার। সঞ্জু স্যামসনের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে পরপর দুই টি-২০ ম্যাচে সেঞ্চুরি। ১৮.২ ওভারের শেষে ভারতের স্কোর ২৫৭/১।

India vs SA Live Score: ৫১ বলে সেঞ্চুরি সঞ্জু স্যামসনের

৫১ বলে সেঞ্চুরি সঞ্জু স্যামসনের। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তৃতীয় সেঞ্চুরি। ১৮ ওভারের শেষে ভারতের স্কোর ২৫১/১। 

IND vs SA 4th T20 Live: ১৫ ওভারের শেষে ভারতের স্কোর ২১৯/১

শেষ ২৫ বলে ৮৩ রান তুলেছে ভারত। ১৫ ওভারের শেষে ভারতের স্কোর ২১৯/১।

IND vs SA T20 Live: ১৪ ওভারের শেষে ভারতের স্কোর ১৯৯/১

২২ বলে হাফসেঞ্চুরি তিলক বর্মার। ১৪ ওভারের শেষে ভারতের স্কোর ১৯৯/১। ৪১ বলে ৮৩ রান করে ক্রিজে সঞ্জু।

India vs SA Live Score: ২৮ বলে হাফসেঞ্চুরি সঞ্জুর

১৮ বলে ৩৬ রান করে ফিরলেন অভিষেক শর্মা। ২৮ বলে হাফসেঞ্চুরি সঞ্জুর। ক্রিজে তিলক বর্মা। ৯.২ ওভারের শেষে ভারতের স্কোর ১২০/১।

IND vs SA 4th T20 Live: সিমেলানের এক ওভারে ছক্কার হ্যাটট্রিক

সিমেলানের এক ওভারে ছক্কার হ্যাটট্রিক। উঠল ২৪ রান। ৫ ওভারের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৬৮ রান।

IND vs SA T20 Live: ৪ ওভারের শেষে ভারতের স্কোর ৪৪/০

২টি চার ও ২টি ছক্কা মেরে ১৫ বলে ২৭ রান সঞ্জু স্যামসনের। ৪ ওভারের শেষে ভারতের স্কোর ৪৪/০।

India vs SA Live Score: ১ ওভারের শেষে স্কোর ৪/০

সতর্ক শুরু ভারতের। ১ ওভারের শেষে স্কোর ৪/০।

India vs SA Live Score: টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত সূর্যকুমারের

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক টি-২০ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত সূর্যকুমার যাদবের। 

India vs SA Live Score: সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ভারত

সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ভারত। শুক্রবার জোহানেসবার্গে জিতলেই সিরিজ টিম ইন্ডিয়ার।

প্রেক্ষাপট

জোহানেসবার্গ: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে (IND vs SA 3rd T20I) সেঞ্চুরিয়নে দুরন্ত সেঞ্চুরি করেছেন। ভারতের জার্সিতে দ্বিতীয় কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শতরান হাঁকান তিলক বর্মা (Tilak Varma)। তাঁর ব্যাটিংয়ে মুগ্ধ আট থেকে আশি। আজ, শুক্রবার সিরিজ নির্ধারক চতুর্থ টি-২০-তেও কি ব্যাট হাতে জ্বলে উঠবেন তিলক বর্মা?


চার ম্যাচের টি-২০ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ভারত। নিশ্চিত হয়ে গিয়েছে যে, ভারত সিরিজ হারবে না। শুক্রবার চতুর্থ টি-২০ ম্যাচে ভারত জিতলে সিরিজ পকেটে পুরবে। আর হারলে? সিরিজ শেষ হবে অমীমাংসিতভাবে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: প্রত্যাবর্তন ম্যাচেই শামির আগুনে বোলিংয়ে ছারখার মধ্যপ্রদেশ, বাংলাকে লিড এনে দিলেন তারকা বোলার 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.