ধর্মশালা: আগামী বছর টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় দলের মূল চিন্তার কারণ সূর্যকুমার যাদবের অফফর্ম। এমনটাই মনে করেন মহম্মদ কাইফ। চলতি বছরে ১৯ ম্যাচে ২০১ রান এসেছে মাত্র সূর্যর ব্যাট থেকে। একটি অর্ধশতরানও নেই ব্যাটে। শুভমন গিলের কুড়ির ফর্ম্যাটে রান না পাওয়া নিয়েও চারিদিকে আলোচনা হচ্ছে। তবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনে করেন গিলের থেকেও সূর্যর অফফর্ম বেশি চিন্তার।
টি টোয়েন্টি ফর্ম্যাটে অধিনায়ক হওয়ার পর থেকেই ব্যাটিংয়ের গ্রাফ ক্রমশ নীচের দিকে নেমেছে সূর্যকুমারের। এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে লিগের ম্যাচে অপরাজিত ৪৬ তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ গত ১ বছরে। স্ট্রাইক রেট ১২৬ এ নেমেছে গত এক বছরের হিসেবে। গড় ১৫- নীচে।
মহম্মদ কাইফ নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, "আমার মনে হয় আগামী বছর টি টোয়েন্টি বিশ্বকাপের আগে সূর্যকুমার যাদবের ব্যাটিং ফর্ম বেশি চিন্তার শুভমন গিলের ফর্ম থেকে। তার কারণ ভারতীয় দলে ওপেনিংয়ের জন্য অনেক বিকল্প আছে। কিন্তু একজন স্থায়ী অধিনায়কের বিকল্প আচমকা খুঁজে নেওয়াটা চাপের।"
বাকি দুটো ফর্ম্যাটের থেকে এই ফর্ম্যাটে ডানহাতি তারকা শুভমন গিলের ফর্ম একেবারেই আশানুরুপ নয়। ইতিহাস ঘাটলে দেখা যাচ্ছে গত ১৪ টি টোয়েন্টি ম্যাচে মাত্র ২৬৩ রান করেছেন গিল। তাঁর গড় ২৩। ১৪২ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন গিল। একটিও অর্ধশতরান হাঁকাতে পারেননি এই সময়ের মধ্যে। সর্বোচ্চ ছিল ৪৬।
এবার প্রশ্ন কে আসতে পারেন শুভমনকে যদি বসানো হয়। নিঃসন্দেহে প্রবল দাবিদার সঞ্জু স্যামসন। ১৬০এর ওপর স্ট্রাইক রেটে ব্যাটিংও করেছেন স্যামসন। টপ অর্ডারে বিশেষ করে ওপেনিংয়ে অভিষেক শর্মার সঙ্গে জুটি বেঁধে আগেও বড় রান করেছেন। যদিও ধর্মশালায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে কিন্তু গিলকেই খেলানো হয়েছে।
গিল সহ অধিনায়ক দলের। আর এই মুহূর্তে অধিনায়ক সূর্যকুমার যাদবও একেবারেই ফর্মে নেই। গিলকে বসানো হলে সূর্যকেও ফর্মের নিরিখে বিচার করে বসানো উচিত। যেই সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু বেশ চাপের হবে ম্যানেজমেন্টের জন্য। এর আগে ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ দুশখাতে সাংবাদিক সম্মেলনে দাবি করেন, 'প্রথম ম্যাচে আমরাই ছেলেদের বলেছিলাম পাওয়ার প্লেতে আক্রমণ কর এবং সত্যি বলতে কটকের পিচটাও ভাল ছিল না। তাই ওকে ওই আউটার জন্য় আমি ছাড় দিতে রাজি। আজকে ও দারুণ একটা বলে আউট হয়েছে, যেটা কেউ অফফর্মে থাকলে হয়েই থাকে।'