গুয়াহাটি: ব্যাট হাতে রেকর্ড গড়লেন মার্কো ইয়েনসেন (Marco Jansen)। ভিভ, হেডেনকে টেক্কা দিয়ে ভারতের মাটিতে ব্যাটার হিসেবে এক অনন্য রেকর্ড গড়লেন ইয়েনসেন। যে রেকর্ড গড়ে ফেলেছিলেন ক্যারিবিয়ান ভিভ ও অজি কিংবদন্তি ম্য়াথু হেডেন, সেই রেকর্ডই এবার ভেঙে নিজের দখলে করলেন দীর্ঘকায় প্রোটিয়া অলরাউন্ডার। গুয়াহাটিতে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলতে নেমে প্রথম ইনিংসে ৯৩ রানের ইনিংস খেলেছিলেন ইয়েনসেন। আর সেই ইনিংস খেলার মধ্যেই সাতটি ছক্কাও হাঁকিয়েছিলেন তিনি। যা ভারতে সফরকারী দলের ব্যাটার হিসেবে সর্বাধিক ছক্কা হাঁকানোর মালিক হয়ে গেলেন ইয়েনসেন। তিনিই এখন ভারতের মাটিতে কোনও বিদেশি ব্যাটারের এক ইনিংসে হাঁকানো ছক্কার তালিকায় সবার আগে
এর আগে এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ম্যাথু হেডেন ও ক্যারিবিয়ান কিংবদন্তি ভিভ রিচার্ডসের দখলে। হেডেন ২০০১ সালে ভারত সফরে যখন অস্ট্রেলিয়া এসেছিল, সেই সময় এক ইনিংসে ছয়টি ছক্কা হাঁকিয়েছিলেন। রিচার্ডসও ১৯৭৪ সালে এক ইনিংসে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন। এবার তাঁদের দুজনের রেকর্ড ভেঙে এগিয়ে গেলেন মার্কো ইয়েনসেন।
দক্ষিণ আফ্রিকার এবি ডেভিলিয়ার্স ও কুইন্টন ডি কককে ছুঁয়ে ফেললেন। দুই প্রোটিয়া ব্যাটারই এক টেস্ট ইনিংসে সাতটি করে ছক্কা হাঁকিয়েছিলেন। এবিডি কেপটাউনে ২০০৯ সালে ও কুইন্টন ডি কক ২০২১ সালে গ্রস ইসলেটে এক ইনিংসে সাতটি করে ছক্কা হাঁকিয়েছিলেন।
মেজাজ হারালেন পন্থ
দ্বিতীয় দিনের প্রথম সেশনে পন্থকে একসময় বিরক্ত হয়ে কুলদীপ যাদবের (Kuldeep Yadav) উদ্দেশে বলতে শোনা যায়, 'বাড়িতে খেলছ নাকি। দ্রুত এক বল কর। কুলদীপ দুই দুইবার ওয়ার্নিং পেলি। টেস্ট ক্রিকেটটাকে মজা ভেবে নিয়েছে।' তবে হঠাৎ এই ম্যাচে ভারতের হয়ে অধিনায়কত্ব করা কিপার রেগে কেন গেলেন?
আসলে টেস্ট ম্যাচে সময় অপচয় কমাতে বর্তমানে আইসিসির তরফে নতুন স্টপক্লক শুরু করা হয়েছে। দুই ওভারের মাঝে ৬০ সেকেন্ডের বেশি সময় নেওয়া যাবে না। কিন্তু কুলদীপ ৮৮তম ওভারে ফিল্ডিং সাজাতে গিয়ে বাড়তি সময় নেন। এই প্রথম নয়, এই ইনিংসে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটেছে। নিয়ম অনুযায়ী আম্পায়ার দুইবার এই বিষয়ে বোলিং দলকে সতর্ক করতে পারেন। সেইমতোই সতর্ক করা হয় কুলদীপ তথা ভারতীয় দলকে। পরবর্তী ৮০ ওভারের মধ্যে যদি আর একবারও এই ঘটনা ঘটে, তাহলে কিন্তু শাস্তিস্বরূপ দক্ষিণ আফ্রিকা দলকে পাঁচ রান দেওয়া হবে।