রাজকোট: প্রথম টি-টোয়েন্টি ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর দুই রানে ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল ভারতীয় দল (Indian Cricket Team)। পুণেতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে অবশ্য অক্ষর পটেলের দুর্দান্ত লড়াই সত্ত্বেও পরাজিতই হতে হয় টিম ইন্ডিয়াকে। ১৬ রানে ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরায় দাসুন শানাকার নেতৃত্বাধীন শ্রীলঙ্কা। এবার সিরিজ নির্ণায়ক ম্যাচে (IND vs SL 3rd T20) মুখোমুখি হচ্ছে দুই দল। এশিয়ান চ্যাম্পিয়নরা সিরিজ জিতবে না ভারতের তরুণ তুর্কিরা পাবে জয়, সেইদিকেই সকলের নজর।
কবে ম্যাচ?
ভারত-শ্রীলঙ্কার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ শনিবার, ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
কোথায় ম্যাচ?
সিরিজ নির্ণায়ক তৃতীয় ম্যাচটি রাজকোটে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে স্টেডিয়ামে আয়োজিত হবে।
কখন খেলা?
ম্যাচ শুরু রাত ৭টায়, টস হবে তার আধ ঘণ্টা আগে, অর্থাৎ ৬.৩০ টায়।
কোথায় দেখা যাবে খেলা?
ম্যাচের সরাসরি সম্প্রচার হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। পাশাপাশি হটস্টার অ্যাপেও দেখা যাবে সরাসরি সম্প্রচার।
আবহাওয়া
ম্যাচ চলাকালীন তাপমাত্রা ২৮ থেকে ২৩ ডিগ্রির মধ্য়ে থাকবে বলে আবহাওয়া দফতর সূত্রে পূর্বাভাস। রাতের দিকে শিশির পড়ার তেমন সম্ভাবনা নেই। তাই প্রথমে ব্যাট করে স্কোরবার্ডে রান তোলাটা একেবারেই খারাপ বিকল্প নয়।
পিচ পরিস্থিতি
রাজকোটে এই পিচে অতীতে প্রচুর রান উঠেছে। গত আন্তর্জাতিক ম্যাচে এই মাঠে ভারত ১৬৯ রান তুলেছিল। জবাবে দক্ষিণ আফ্রিকা মাত্র ৮৪ রানেই অল আউট হয়ে যায়। নতুন মরসুমে তুলনামূলক কম ব্যবহৃত পিচ ব্যাটিং সহায়ক হওয়ার সম্ভাবনাই প্রবল। তাই ম্যাচে প্রচুর রান উঠার সম্ভাবনা রয়েছে।
অক্ষরের রেকর্ড
দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় টপ অর্ডার ব্যর্থ হয়। এক সময়ে ৫৭ রানে পাঁচ উইকেট হারিয়ে বিশাল চাপে ছিল টিম ইন্ডিয়া। সেই জায়গা থেকেই ষষ্ঠ উইকেটে অক্ষর ও সূর্যকুমার যাদবের ৯১ রানের পার্টনারশিপ ভারতকে ম্যাচে লড়াইয়ে ফেরায়। অক্ষর মাত্র ২০ বলে নিজের কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি অর্ধশতরান করেন। তিনি ৩১ বলে ৬৫ রানের ইনিংস খেলেন। এই ইনিংসের সুবাদেই অক্ষর ভারতীয় হিসাবে এক সর্বকালীন রেকর্ড ভেঙে দিলেন। এতদিন পর্যন্ত অক্ষরের ৪৪ রানই টি-টোয়েন্টিতে সাত নম্বরে ব্যাটার হিসাবে কোনও ভারতীয়র সর্বাধিক রান ছিল। অক্ষর পুণেতে সেই রেকর্ড ভেঙে দিলেন।
অক্ষরের দুর্দান্ত ইনিংসের জন্য ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ও (Rahul Dravid) তাঁকে বাহবা দিতে ভোলেননি। ভারতীয় তারকা বর্তমানে নিজের ব্যাটিংয়ের ওপর বিরাট খাটছেন বলে জানান দ্রাবিড়। ভারতীয় কোচ দ্রাবিড় সাংবাদিক সম্মলেনে বলেন, 'আমার মনে হয় ওর ব্যাটিংটা অনেকটাই উন্নত হয়েছে। আমরা বল হাতে ওর দক্ষতা সম্পর্কে সকলেই অবগত। শুধু ওর ব্যাটিংটাই উন্নত করার প্রয়োজন ছিল। ও ব্যাটিং নিয়ে ভীষণ খাটছেও। ও বিগত প্রায় এক বছর ধরে দলের সঙ্গে রয়েছে এবং ওর ব্যাট হাতে দক্ষতাটা আমাদের দলের ভীষণই গুরুত্বপূর্ণ।'