পোর্ট অফ স্পেন: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। ভারতের (Indian Cricket Team) জার্সিতে আন্তর্জাতিক মঞ্চে অভিষেক ঘটাতে চলেছেন বাংলার মুকেশ কুমার (Mukesh Kumar)। আজ ত্রিনিদাদে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে (India vs West Indies 2nd Test) মুখোমুখি হচ্ছে। সেই ম্যাচেই অভিষেক ঘটাতে চলেছেন মুকেশ। শার্দুল ঠাকুরের (Shardul Thakur) বদলে ভারতীয় একাদশে সুযোগ পেলেন মুকেশ কুমার।


দ্বিতীয় টেস্ট ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ক্রেগ ব্রাথওয়েট। তবে ম্যাচ গড়ালে পিচের গতি আরও মন্থর হতে পারে অনুমান করে ভারতীয় দল টসে জিতলে প্রথমে ব্যাটিংই করার সিদ্ধান্ত নিত বলে জানান অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তিনি বলেন, 'আমরা এমনিও প্রথমে ব্যাট করার পরিকল্পনা করেছিলাম। পরিবেশটা তো বেশ ভালই রয়েছে। ম্যাচ যত এগোবে, পিচের গতি তত কমতে থাকবে। তাই প্রথমে ব্যাট করাটা লাভদায়কই হবে।'


এরপjsই রোহিত জানান শার্দুলের হালকা চোট রয়েছে। সেই কারণেই দলে বদল ঘটনার কোনও ইঙ্গিত আগে না দিলেও, ভারতকে একাদশে বাধ্য হয়েই বদল ঘটাতে হয়েছে। সেই কারণেই শার্দুলের বদলে সুযোগ পান মুকেশ। 'শার্দুল হালকা চোট পেয়েছেন। ওর কুঁচকিতে হালকা সমস্যা রয়েছে। সেই কারণেই মুকেশ কুমার অভিষেক ঘটাচ্ছেন।' বলেন রোহিত।


 






এটাই আবার ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের শততম টেস্ট ম্যাচও বটে। সেই প্রসঙ্গে রোহিত বলেন, 'অতীতে দুই দলের বহু স্মরণীয় লড়াইয়েরর সাক্ষী থেকেছি আমরা। দুর্দান্ত সব ফাস্ট বোলারদের বিরুদ্ধে আমাদের ব্যাটাররা যেমনভাবে লড়াই করেছিলেন। এখনও কিন্তু যে কোনও ম্যাচ জিততে হলে, বিশেষত ব্যাটারদের তেমনই কঠিন লড়াই করতে হয়। রান করাটা এখানে একেবারেই সহজ নয়। আগের ম্যাচে আমরা বেশ ভাল খেলেছিলাম, অনেক ইতিবাচক দিক ছিল। আশা করছি এই ম্যাচে আমদের পক্ষেই ফলাফল হবে।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: ভঙ্গুর নখের সমস্যা দূর করতে ভরসা থাকুক 'ন্যাচারাল অয়েলস'-এ, কোন কোন তেল দিয়ে নখে মালিশ করতে পারেন?