ত্রিনিদাদ: আজ ত্রিনিদাদে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্টে (IND vs WI 2nd Test) বিরাট কোহলি (Virat Kohli) মাত্র চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসাবে ৫০০তম ম্যাচ খেলতে নামবেন। এই বিশেষ ম্যাচের আগে স্বাভাবিকভাবে কোহলিকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন অনেকেই। ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ও (Rahul Dravid) কোহলির প্রশংসায় পঞ্চমুখ। তবে ৫০০তম ম্যাচ খেলতে নামলেও, কোহলির এখনও অনেকটা সফর বাকি রয়েছে বলেই মনে করছেন দ্রাবিড়।
কোহলি প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাহুল দ্রাবিড় বলেন, 'এটা দারুণ বিষয়। ও আমাদের এই দলেরই অনেকের জন্য তো বটেই, দেশের বহু অল্পবয়সি ছেলে, মেয়েদের জন্য অনুপ্রেরণা। পরিসংখ্যানই তো ওর দক্ষতার প্রমাণ দেয়। কেবল পরিসংখ্যান দেখলেই ও কত বড় মাপের ব্যাটার, তা বোঝা যায়। মাঠের বাইরে ও ঠিক কতটা খাটাখাটনি করে, যেগুলো বাইরের কেউ দেখতে পায় না, তা একেবারে সামনে থেকে দেখার সৌভাগ্য হয়েছে আমার। এটাই তো ওকে ৫০০ ম্যাচ খেলতে সাহায্য করেছে। ও এখনও ভীষণ ফিট, প্রচুর এনার্জি রয়েছে ওর। ১২, ১৩ বছর ধরে ৫০০ ম্যাচ খেলার পরেও ওর মধ্যে যে মাঠে নামার উদ্দীপনাটা লক্ষ্য করা যায়, তা প্রশংসনীয়।'
কোহলির মতো রাহুল দ্রাবিড়ের দখলেও ভারতের হয়ে ৫০০ ম্যাচ খেলার কৃতিত্ব রয়েছে। সেই দ্রাবিড় এখন ভারতীয় দলের কোচ। তাঁর দাবি কোহলি নিজের কেরিয়ারে প্রচুর আত্মত্যাগ করেছেন এবং সেই কারণেই এতদিন ধরে তিনি শীর্ষস্তরে নিজের স্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন। 'এটা (৫০০ ম্যাচ খেলা) দারুণ কৃতিত্বের এবং এর জন্য প্রচুর খাটাখাটনির প্রয়োজন। চোখের আড়ালে করা খাটাখাটনি এবং কেরিয়ারে প্রচুর আত্মত্যাগের জন্যই এই সাফল্য অর্জন করতে পেরেছেন কোহলি। ও সেটা আসন্ন ভবিষ্যতেও করে যেতে আগ্রহী। কোচেদের জন্য তো এমন কারুর দলে থাকাটা লাভদায়কই। তরুণ খেলোয়াড়দের সেক্ষেত্রে আলাদা করে আর কিছুই বলতে হয় না, ওর নিজেই এমন একজন সামনে দেখে অনুপ্রাণিত হয়। দীর্ঘদিন এই স্তরে টিকে থাকতে প্রচুর খাটাখাটনি, নিয়মানুবর্তিতা এবং মানিয়ে নেওয়ার ক্ষমতার প্রয়োজন হয়। ওর মধ্যে এই সব গুণই রয়েছে।' বলেন দ্রাবিড়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: ভঙ্গুর নখের সমস্যা দূর করতে ভরসা থাকুক 'ন্যাচারাল অয়েলস'-এ, কোন কোন তেল দিয়ে নখে মালিশ করতে পারেন?