মুম্বই: কিছুদিন আগেই মেয়েদের বিশ্বকাপ জিতেছিলেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানারা। এর ২১ দিন পর ফের একবার মেয়েদের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার রূপকথার গল্প লিখলেন ভারতের দৃষ্টিহীন মেয়েরা। টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বচ্যাম্পিয়ন হলেন তাঁরা। এই প্রতিযোগিতা এর আগে কখনও আয়োজিত হয়নি। প্রথমবার এই টুর্নামেন্টের আয়োজক দেশ ছিল শ্রীলঙ্কা। সেখানেই নেপালের বিরুদ্ধে ফাইনালে জয় ছিনিয়ে নিলেন ভারতের দৃষ্টিহীন মেয়েরা। দেশকে এনে দিলেন আরও একটি বিশ্বকাপ।
কুড়ির ফর্ম্য়াটে হওয়া এই টুর্নামেন্টে কোনও ম্য়াচই হারেনি ভারত। এদিন টস জিতে প্রথমে নেপালকে ব্যাটিং করতে পাঠায় ভারত। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে বোর্ডে ১১৪ রান তুলেছিল নেপাল। যেই লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১২.১ ওভারেই জয় ছিনিয়ে নেয় ভারত। দলের হয়ে সর্বাধিক ২৭ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন ফুলা সারেন। নিজের ইনিংসে চারটি বাউন্ডারি হাঁকান তিনি। ভারতের যমুনা রানি টুডু ও অনু কুমারী একটি করে উইকেট নেন।
এখন কেমন আছেন স্মৃতির বাবা?
চিকিৎসক স্মৃতি মন্ধানার বাবা শ্রীনিবাস মান্ধানার স্বাস্থ্য সম্পর্কে আপডেট দিয়েছেন । শ্রীনিবাস মান্ধানাকে হার্ট অ্যাটাকের লক্ষণ দেখা দেওয়ার পরে তাঁকে সাঙ্গলির সর্বহিত হাসপাতালে ভর্তি করা হয়েছিল । ডাক্তার নমন শাহ জানিয়েছেন যে, তাঁর ব্লাড প্রেসার সামান্য বেড়েছে এবং কিছু সময়ের জন্য তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে । ডাক্তার আরও জানিয়েছেন যে, সম্ভবত শারীরিক বা মানসিক চাপের কারণে তাঁর স্বাস্থ্যের অবনতি হয়েছে।
রাতে প্রায় সাড়ে এগারোটা নাগাদ ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধানার বাবা শ্রীনিবাস মান্ধানার বুকের বাঁ দিকে ব্যথা হওয়ায় হার্ট অ্যাটাকের আশঙ্কা দেখা দেয় । তাঁকে পরীক্ষার জন্য দ্রুত সাঙ্গলির সর্বহিত হাসপাতাল ও মেডিকেল রিসার্চ সেন্টারে স্থানান্তরিত করা হয় । ডাক্তার নমন শাহ জানিয়েছেন যে, তাঁর কার্ডিয়াক এনজাইম সামান্য বেড়েছে, এমনটা হলে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেড়ে যায় । এই কারণে তাঁকে কিছু সময়ের জন্য ডাক্তারদের পর্যবেক্ষণে রাখা হবে।
নমন শাহ আরও জানিয়েছেন যে কার্ডিওলজিস্ট ডাক্তার রোহন থানেদার শ্রীনিবাসের পরীক্ষা করেছেন এবং ইকোকার্ডিওগ্রামে নতুন কিছু ধরা পড়েনি । তাঁর ক্রমাগত ইসিজি মনিটরিং-এর প্রয়োজন হতে পারে এবং সেই সঙ্গে প্রয়োজন অনুযায়ী অ্যাঞ্জিওগ্রাফিরও প্রয়োজন হতে পারে । অ্যাঞ্জিওগ্রাফির অর্থ হল রক্তনালীগুলি দিয়ে রক্ত চলাচল স্বাভাবিকভাবে হচ্ছে কি না, তা পরীক্ষা করে দেখা ।