দুবাই: দিনকয়েক আগেই এমার্জিং এশিয়া কাপে ব্যাট হাতে ঝড় তুলেছিল সে। টুর্নামেন্টে বিধ্বংসী শতরানও হাঁকিয়েছিল। তবে ভারত সেমিফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে সুপার ওভারে হেরেই বিদায় নিয়েছিল। এবার অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে (U-19 Asia Cup) নেমেও ব্যাট হাতে ঝড় তুলল বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। শুক্রবার এশিয়া কাপে গ্রুপ 'এ'-র প্রথম ম্যাচেই সেঞ্চুরি হাঁকাল বৈভব। খেলল ১৭১ রানের অনবদ্য ইনিংস।
এদিন আমিরশাহি অধিনায়ক ইয়ায়িন রাই টস জিতে ভারতীয় দলকে প্রথমে ব্যাটিংয়ের জন্য আহ্বান জানায়। শুরুতেই দলের অধিনায়ক আয়ুষ মাত্রেকে মাত্র চার রানে হারিয়ে ধাক্কা খায় ভারতীয় জুনিয়ররা। তবে দলকে সেই ধাক্কা তেমন বুঝতেই দেয়নি বৈভব। অ্যারন জর্জ এবং বৈভব ব্যাটিং দৌরাত্ম্য শুরু করে। তবে শুরুটা নিজের স্বভাবচিত আগ্রাসী ব্যাটিং থেকে ভিন্ন খানিকটা দেখেশুনেই করে বৈভব। কিন্তু একবার সেট হয়ে যাওয়ার পর তাকে স্বমহিমায় দেখা যায়।
দেখতে দেখতেই মাত্র ৫৬ বলে নিজের শতরান পূরণ করে ফেলে বৈভব। ৮৪ বলে ১৫০ রানের গণ্ডিও পার করে সে। তড়তড়িয়ে দ্বিশতরানের পথে এগোচ্ছিল বৈভব। তবে দুর্ভাগ্যবশত রান আউট হতে হয় তাকে। ১৮০-র স্ট্রাইক রেটে ৯৫ বলে ১৭১ রানে শেষমেশ তার ইনিংস থামে। নিজের ইনিংসে আমিরশাহি বোলারদের কার্যত ব্যাট হাতে শাসন করে বৈভব। তার ইনিংসে নয়টি চারের পাশাপাশি ১৪টি ছক্কাও দেখা যায়।
এই অবিশ্বাস্য হিটিংয়ের দৌলতে বৈভব ইতিহাসের পাতায় নিজের নাম তুলে লেখান। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের এক ইনিংসে এর আগে এতগুলি ছক্কা হাঁকানোর কৃতিত্ব আর তারুর নেই। ডারউইশ রাসুলির এক ইনিংসে দশটি ছক্কার রেকর্ড ভাঙে বৈভব। সূর্যবংশীর ১৭১ রানের ইনিংস ইয়ুথ ওয়ান ডেতে ভারতীয় হিসাবেও সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস। আম্বাতি রায়াডুর ২০০২ সালে ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে অপরাজিত ১৭৭ রানের ইনিংস রয়েছে একে।
বৈভবের আগে অবশ্য অ্যারন ৬৯ রানের একটি নজরকাড়া ইনিংস খেলে সাজঘরে ফেরে। বৈভব আউট হওয়ায় ২৬৫ রানে তৃতীয় উইকেট হারায় ভারত। তার আউট হওয়ার পর ভারতের রানের গতি যাতে কম না হয়, তা নিশ্চিত করে বিহান মলহোত্র। সে ৫৫ বলে ৬৯ রানের ইনিংস খেলে। বেদান্ত ত্রিবেদী (৩৮), অভিজ্ঞান অভিষেক কুন্ডু (৩২) ও কণিষ্ক চৌহানরাও (২৮) শেষের দিকে গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে চারশো রানের গণ্ডি পার করতে সাহায্য করে।