মুম্বই: শুধুমাত্র টি-টোয়েন্টি ক্রিকেটের জন্যই নয়। টেস্ট ক্রিকেটেও রিঙ্কু সিংহের (Rinku Singh) ভবিষ্যৎ উজ্জ্বল, এমনটাই মনে করেন বিক্রম রাঠোর (Vikram Rathore)। ভারতীয় ক্রিকেট দলের বিদায়ী ব্যাটিং কোচের দায়িত্ব সামলাচ্ছেন বিক্রম। নিজে ক্রিকেটার ছিলেন একটা সময়। দীর্ঘদিন ধরেই ভারতীয় ড্রেসিংরুমের অংশ তিনি। রিঙ্কু জাতীয় দলের অভিষেক করার পর থেকে তাঁকেও কাছ থেকে দেখছেন। এবার রিঙ্কু সিংহকে নিয়ে আশার কথা শোনালেন। তবে কি দ্রুত টেস্টের স্কোয়াডেও দেখা যাবে নাইট তারকাকে?
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিক্রম রাঠোর বলেছেন, ''রিঙ্কুর প্রথম শ্রেণির ক্রিকেটে গড় ৫৪.৭০। ওঁ ভীষণ ঠাণ্ডা মাথার একটা প্লেয়ার। যদি ওকে ঠিকভাবে ব্যবহার করা যায় ও সঠিক ও পর্যাপ্ত সুযোগ দেওয়া হয়, তবে একজন পরিণত ও সফল টেস্ট ব্যাটার হয়ে ওঠার ক্ষমতা রয়েছে ওর মধ্য়ে।'' দ্রাবিড়ের জাতীয় দলের সহকারী কোচিং স্টাফের দায়িত্ব সামলানো বিক্রম আরও বলেন, ''যখনই আমি নেটে রিঙ্কুকে দেখি, তখন আমি এমন কোনও খুঁত ওর মধ্যে খুঁজে পাই না, যা ওকে টেস্ট প্লেয়ার হিসেবে বেড়ে ওঠার পথে বাধা তৈরি করতে পারে। আমি নিশ্চিত দুর্দান্ত একজন টেস্ট প্লেয়ার হয়ে উঠবে ও ভবিষ্যতে।''
এদিকে, শ্রীলঙ্কা সফরের জন্য টি-টোয়েন্টি দলের অধিনায়ক নির্বাচিত করা হয়েছে সূর্যকুমার যাদবকে। সহ অধিনায়ক নির্বাচিত করা হয়েছে শুভমন গিলকে। হার্দিককে সাধারণ ক্রিকেটার হিসাবে দলে রাখা হয়েছে। যা থেকে পরিষ্কার হয়ে গেল যে, ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপে স্কাইকে অধিনায়ক করেই নীল নকশা সাজাবে ভারত।
ঘোষিত টি-২০ দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিংহ, রিয়ান পরাগ, ঋষভ পন্থ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, অর্শদীপ সিংহ, খলিল আমেদ ও মহম্মদ সিরাজ।
ঘোষিত ওয়ান ডে দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, কে এল রাহুল (উইকেটকিপার), ঋষভ পন্থ (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, শিবম দুবে, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিংহ, রিয়ান পরাগ, অক্ষর পটেল, খলিল আমেদ ও হর্ষিত রানা।