নয়াদিল্লি: রোহিত-বিরাটদের পাকিস্তানের মাটিতে খেলতে না যাওয়া নিয়ে জলঘোলা হচ্ছেই। এরইমধ্য়ে এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) খেলতে পাকিস্তানে যাচ্ছে না ভারতের দৃষ্টিহীন ক্রিকেট দল। সরকারের তরফ থেকে তাঁদের পাকিস্তান সফরের জন্য অনুমতি দেওয়া হয়নি। নিরাপত্তা সংক্রান্ত ইস্যুর জন্যই প্লেয়ারদের পাকিস্তানে মেগা টুর্নামেন্ট খেলতে যাওয়ার অনুমতি দেয়নি সরকার।
আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হতে চলেছে দৃষ্টিহীন ক্রিকেটারদের ট-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। বুধবারই পাকিস্তানের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। কিন্তু সরকারের সবুজ সংকেত না মেলায় তাঁরা যাচ্ছেন না খেলতে।
ক্রীড়ামন্ত্রক দৃষ্টিহীন ক্রিকেট দলকে পাকিস্তানে যাওয়ার অনুমতিও দিয়ে দিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও পাকিস্তানে যাওয়া হচ্ছে না ভারতীয় দলের। ক্রীড়ামন্ত্রক অনুমতি দিলেও বিদেশমন্ত্রক ব্লাইন্ড ক্রিকেট টিমকে পাকিস্তানে যাওয়ার অনুমতি দেয়নি। ফলে ভারতের দৃষ্টিহীন ক্রিকেটাররা পাকিস্তানে যেতে পারবেন না। ক্রীড়ামন্ত্রক থেকে প্রথমে অনুমতি পেলেও বিদেশমন্ত্রক থেকে অনুমতি দেওয়া হয়নি। শুধু ভারত নয়, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ক্রিকেট দলও নিরাপত্তা ইস্যু দেখিয়েই টুর্নামেন্টে অংশ নিচ্ছে না।
এদিকে, আগামী বছর পাকিস্তানে ওয়ান ডে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের কথা পাকিস্তানে। প্রাথমিকভাবে পাকিস্তানের লাহৌর, রাওয়ালপিন্ডি ও করাচিতে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসার কথা। কিন্তু সেই নিয়ে জট অব্যাহত। তবে খবর অনুযায়ী আইসিসির তরফে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (PCB) হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য রাজি করানো হচ্ছে। বিসিসিআইয়ের তরফেই এক নিরপেক্ষ স্থানে ভারতের ম্যাচ আয়োজন করার জন্য বলা হয়েছিল। তবে পাকিস্তান বোর্ডের তরফে এই প্রস্তাব খারিজ করে দেওয়া হয়েছে। পিসিবি প্রধান মহসিন নখবি সোমবারই দাবি করেন যে কোনও হাইব্রিড মডেল নয়, গোটা টুর্নামেন্টই পাকিস্তানে আয়োজিত হবে।
নখবির মতে অনুযায়ী ভারত বাদে বাকি সব দেশই পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আসতে রাজি। তাঁর দাবি ভারতের সমস্যা থাকলে ভারতীয় বোর্ডের পিসিবির সঙ্গে সরাসরি কথা বলা উচিত এবং পাকিস্তানেই যে গোটা টুর্নামেন্টের আসর বসবে, সেই বিষয়ে তিনি নিশ্চিত। প্রাথমিকভাবে ১৯ ফেব্রুয়ারি থেকে নয় মার্চ পর্যন্ত পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন হওয়ার কথা। তবে রিপোর্ট অনুযায়ী এই ডামাডোলের মাঝেও এই সপ্তাহ শেষের আগেই চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করে দেবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি।