ক্যানবেরা: বর্তমান বিশ্বের সেরা ক্রিকেটারদের মধ্যে রোহিত শর্মার (Rohit Sharma) নাম অবশ্যই থাকবে। ভারতে তো বটেই, বিশ্বের বিভিন্ন প্রান্তে রোহিতের অগণিত অনুরাগী রয়েছেন। তাই মুম্বইয়ের রাস্তায় রোহিতকে দেখলে যেমন সমর্থকরা ছেকে ধরেন, তেমনই দুবাইয়েও টিম ইন্ডিয়ার অনুশীলন শিবিরের বাইরের লোকে তাঁর অটোগ্রাফ পাওয়ার জন্য লাইন লাগে। অজ়িভূমেও সেই ছবিই দেখা গেল।


বর্তমানে বর্ডার-গাওস্কর ট্রফি (Border-Gavaskar Trophy) খেলতে অস্ট্রেলিয়ায় রয়েছে ভারতীয় দল। অধিনায়ক রোহিত দলের সঙ্গে সিরিজ়ের শুরুতে যোগ দেননি রোহিত। সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকতে মুম্বইয়েই ছিলেন তিনি। তবে দ্বিতীয় সন্তান জন্মানোর পরেই রোহিত অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেন। গত রবিবার পারথে পৌঁছেও যান ভারতীয় অধিনায়ক যোগ দেন দলের সঙ্গে। প্রথম টেস্ট ও দ্বিতীয় টেস্টের মাঝে বিরাট ব্যবধান রয়েছে। সেই ফাঁকে ভারতীয় দল একটি অনুশীলন ম্যাচ খেলছে। সেই ম্য়াচের জন্য অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাতে আগেই পৌঁছে গিয়েছিল। সেখানে দেখা গেল রোহিত-উন্মাদনা।


ক্যানবেরার মানুকা ওভালে প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে ভারতীয় দলের অনুশীলন ম্যাচ রয়েছে। সেইখানেই এক গুচ্ছ সমর্থক রোহিতকে ঘিরে ধরলেন। রোহিতের মতো মহাতারকাকে সামনে থেকে দেখতে পেয়ে তাঁর অনুরাগীরা অটোগ্রাফ, সেলফির জন্য ভিড় জমান। রোহিত তাঁদের আবদারও মেটান। তবে এর মাঝেই সমর্থকদের বাড়তি উৎসাহে খানিক চাপও হয় রোহিতের। 


এক অনুরাগীকে অটোগ্রাফ দেওয়ার সময়ই আরেক সমর্থক রোহিতের সঙ্গে সেলফি তোলার আবদার জুড়তেই রোহিতের স্পষ্ট উত্তর. ' একসঙ্গে তো একটাই কাজ করতে পারব ভাই।' এমন পরিস্থিতিতে অনেকেই রেগে যান, মেজাজ হারান। তবে রোহিতের অত্যন্ত শান্ত জবাবে এবং দর্শকদের এভাবে আবদার মেটানোয় সোশ্যাল মিজিয়া তাঁর প্রশংসায় পঞ্চমুখ।


 








 


প্রসঙ্গত, শনিবার থেকে ক্যানবেরায় প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে অনুশীলন ম্যাচ খেলার কথা থাকলেও, বৃষ্টির জন্য প্রথম দিন খেলাই সম্ভব হয়নি। দ্বিতীয় দিন দুই দলই ৫০ ওভার করে খেলার সিদ্ধান্ত নিয়েছে। এই ম্যাচে কিন্তু নিঃসন্দেহে রোহিতের দিকে নজর থাকবে।   


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।




আরও পড়ুন: বিশ্বরেকর্ড ভাঙবে, কথা দিয়েছিল কোচকে, IPL- এ ইতিহাসগড়া বৈভবের ধ্যান-জ্ঞান ব্যাটিং আর চিকেন!