মোহালি: টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচনের আগে সিরিজ়। আজ থেকে শুরু হতে চলা ভারত-আফগানিস্তান সিরিজ়ের (IND vs AFG T20I) দিকে তাই অনেকেই তাকিয়ে থাকবেন। এই সিরিজ়ের মাধ্যমে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দল কেমন, কী হতে পারে তাঁর পূর্বাভাস মিলবে। কিন্তু সিরিজ় শুরুর আগেই দানা বেঁধেছে বিতর্ক। আর এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে তরুণ কিপার-ব্যাটার ঈশান কিষাণ (Ishan Kishan)। তাঁকে ঠিক কী কারণে আসন্ন সিরিজ়ে বাদ পড়তে হল সেই নিয়ে চলছে জল্পনা। কেন ইব্রাহিম জাদরানদের বিরুদ্ধে খেলবেন না ঈশান, সেই রহস্য খোলসা করলেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)।
ঈশান কিষাণকে নাকি শৃঙ্খলাভঙ্গের দায়েই জাতীয় দল থেকে বাদ পড়তে হয়েছে বলে সিরিজ় শুরুর আগে জোর জল্পনা। মানসিক স্বাস্থ্য এবং পরিবারের প্রয়োজনীয়তার কথা জানিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ় থেকে সরে দাঁড়িয়েছিলেন ঈশান কিষাণ। তবে খবর অনুয়ায়ী তিনি দেশে পরিবারের কাছে ফেরার বদলে দুবাইয়ে গিয়ে পার্টিতে মজেন। ঈশান কিষাণ সুযোগ পেয়ে সেই সুযোগ কাজে লাগালেও, তাঁকে বারংবার বেঞ্চে বসে থাকতে হচ্ছে, যে কারণেই তিনি ক্ষুব্ধ বলে দাবি করা হচ্ছে। তিনি বিশ্বকাপের পর থেকেই ভারতীয় ম্যানজমেন্টের কাছে ছুটির জন্য আবেদন করছিলেন বলে খবর। তবে প্রতি ক্ষেত্রেই তাঁর ছুটি নাকচ করা হয়।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ়েও তাঁর বদলে একাদশে কেএল রাহুল সুযোগ পেতে চলেছেন, এই পূর্বাভাস পেয়েই ঈশান ছুটির আবেদন করেন বলে একাধিক রিপোর্ট দাবি করা হয়েছে। তবে মানসিক স্বাস্থ্যের দোহাই দিয়ে সিরিজ় থেকে সরে দাঁড়িয়ে দুবাইয়ে পার্টি করায়, তাঁর উপর বোর্ড ক্ষুব্ধ বলেই তাঁকে জাতীয় দল থেকে বাদ পড়তে হয়েছে বলে দাবি করা হচ্ছে। কিন্তু দ্রাবিড় এই সব রিপোর্টকে সম্পূর্ণরূপে খারিজ করে দিয়েছেন।
ম্যাচের আগেরদিন সাংবাদিক সম্মেলনে ভারতীয় কোচ বলেন, 'ব্যাপারটা একেবারেই এমন নয়। ঈশান নির্বাচনের জন্য উপলব্ধ ছিল না। ও দক্ষিণ আফ্রিকায় থাকাকালীনই কয়েকদিনের বিরতির জন্য অনুরোধ করেছিল, যা আমরা মেনেও নিয়েছিলাম। ওর সিদ্ধান্তকে আমরা সম্মান জানিয়েছি। আমি যতদূর জানি ও এখনও দলে ফেরার জন্য নিজেকে উপলব্ধ করেনি। ও যখন ফিরতে চাইবে তখন ও ঘরোয়া ক্রিকেট খেলে নিজেকে জাতীয় দলের নির্বাচনের জন্য উপলব্ধ করবে।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় থেকে ছিটকে গেলেন রশিদ খান