নয়াদিল্লি: টেস্ট ক্রিকেটকে সাধারণ ক্রিকেটপ্রেমীদের কাছে আরও আকর্ষক করে তোলার জন্য আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। এদের মধ্যে অন্যতম হল দিন-রাতের টেস্ট ম্যাচ বা গোলাপি বলে টেস্ট আয়োজন। তবে এই ধরনের টেস্ট আয়োজন করতে আর আগ্রহী নয় বিসিসিআই। স্পষ্ট জানিয়ে দিলেন বোর্ড সচিব জয় শাহ (Jay Shah)। 


নির্ধারিত সময়ের বেশিরভাগ গোলাপি বলের টেস্ট ম্যাচই শেষদ হয়ে যায়, যা শাহের এতদই মনঃপুত নয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহ বলেন. ' সকলে তো পাঁচদিনের ম্যাচ দেখবে বলে টিকিট কাটে। তলে মাত্র দুই, তিনদিনেই ম্যাচ শেষ হয়ে যায়। টাকা ফেরত দেওয়ারও সেক্ষেত্রে কোনও উপায় নেই। সেই কারণেই ব্যক্তিগত এই বিষয়টা নিয়ে আমি আবেগঘন।'


ভারতীয় দল এখনও পর্যন্ত ঘরে বাইরে মিলিয়ে মোট চারটি গোলাপি বলে ম্যাচ খেলেছে। তার মধ্যে তিনটি ম্যাচই তিনদিনেরও আগে শেষ হয়ে গিয়েছে।ইডেন গার্ডেন্সেও বাংলাদেশের বিরুদ্ধে অতীতে গোলাপি বলের টেস্ট খেলেছে ভারতীয় দল। তবে আর নয়। অন্তত জয় শাহের কথাতে কিন্তু এমনই ইঙ্গিত পাওয়া গেল। ভারতীয় বোর্ড সচিব এর পাশাপাশি জানান তিনি বাংলাদেশের বদলে ভারতে মহিলাদের বিশ্বকাপ আয়োজনের অনুরোধও নাকচ করে দিয়েছেন। বাংলাদেশের বর্তমান যা পরিস্থিতি, তাতে অক্টোবরে সেখানে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন হওয়া নিয়ে যথেষ্ট সংশয় তৈরি হয়েছে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসিও ইতিমধ্যেই বিকল্প ভেন্যু খুঁজতে শুরু করেছে।


এমন পরিস্থিতিতে বাংলাদেশে ক্রিকেট বোর্ডের তরফে ভারতে বিশ্বকাপ আয়োজনের অনুরোধ করা হয়েছিল বলে জানান জয় শাহ। কিন্তু ঠিক তার পরের বছরই আবার দেশে মহিলাদের ৫০ ওভারের বিশ্বকাপের আসর বসার কথা। সেই জন্যই পরপর বছরে দেশে বিশ্বকাপ আয়োজনে আগ্রহী নন বলে বাংলাদেশ বোর্ডের প্রস্তাব নাকচ করেছেন বলে জানান জয় শাহ।


প্রসঙ্গত, জয় শাহ সম্প্রতি ভারতীয় পুরুষ ক্রিকেট দলের আগামী বোলিং কোচের নামও ঘোষণা করে দিয়েছেন।  জয় শাহ পিটিআইকে জানান, 'হ্যাঁ, মর্নি মর্কেল ভারতীয় সিনিয়র পুরুষ দলের বোলিং কোচ হিসাবে নিযুক্ত হয়েছেন।' শোনা যাচ্ছে বাংলাদেশ সফর থেকে তিনি ভারতীয় দলের দায়িত্ব নেবেন।     


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: দুষ্কৃতিদের ছুরির আঘাত, বার্সেলোনায় আহত স্পেনের ইউরো জয়ের নায়ক লামিন ইয়ামালের বাবা!