নয়াদিল্লি: গতকাল, সোমবার, ২৫ নভেম্বর শেষ হয়ে গিয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট (IND vs AUS 1st Test। নির্ধারিত সময়ের আগের দিনই ম্যাচ শেষ। তারপরেই কয়েক ঘণ্টার মধ্যেই দেশের উদ্দেশে রওনা দিলেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)। কিন্তু হঠাৎ বর্ডার-গাওস্কর (Border-Gavaskar Trophy) ট্রফির মাঝপথেই কেন দেশে ফিরলেন ভারতীয় দলের কোচ?
একাধিক রিপোর্ট অনুযায়ী, সোমবার ম্যাচ শেষের পর পরই পারথ থেকে ভারতের উদ্দেশে রওনা দেন গম্ভীর। শোনা যাচ্ছে তাঁর কিছু জরুরি পারিবারিক কাজ রয়েছে, সেই কাজ সারতেই দেশে ফিরছেন গম্ভীর। তাহলে কি দ্বিতীয় টেস্টে দলের সঙ্গে দেখা যাবে না তাঁকে? ভারতীয় দল কি ডাগআউটে কোচ ছাড়াই মাঠে নামবে?
খবর অনুযায়ী, বুধবার, অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার উদ্দেশে উড়ে যাবে ভারতীয় দল। সেখানে দুই দিনের অনুশীলন ম্যাচ খেলবে ভারতীয় দল। অ্যাডিলেডে গোলাপি বলের টেস্ট হবে। সেই গোলাপি বলের জন্য অনুশীলন সারতেই এই দুই দিনের অনুশীলন ম্যাচ খেলা হবে। সেই ম্যাচে গৌতম গম্ভীর থাকবেন না। তবে রিপোর্ট বলছে গম্ভীর আপাতত দেশে ফিরলেও, শনিবার অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট শুরুর আগেই তিনি ফের একবার দলের সঙ্গে যোগ দিয়ে দেবেন।
প্রসঙ্গত, গম্ভীর দেশে ফিরলেও, পারথে কিন্তু টেস্ট শেষের আগেই পৌঁছে গিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। সোমবার তিনি অনুশীলনেও নেমে পড়লেন। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য বাকি দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় না গিয়ে বেশ কিছুদিন মুম্বইতেই ছিলেন রোহিত। সদ্যই তাঁকে শনিবার মুম্বই বিমানবন্দরে অস্ট্রেলিয়ার উদ্দেশে বিমান ধরতে দেখা যায়। রোহিতের সঙ্গে তাঁকে ছাড়তে এসেছিলেন স্ত্রী রীতিকাও।
যেমন জল্পনা ছিল সেইমতোই রবিবারই পারথে পৌঁছে গিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক। সোমবার থেকে নেটে ঘাম ঝরাতেও নেমে পড়লেন রোহিত। তাঁর অনুশীলনের একটি ভিডিও বিসিসিআইয়ের তরফে শেয়ার করা হয়। ভিডিওতে রোহতের পাশাপাশি রবীন্দ্র জাডেজাকেও ভারতীয় নেটে দেখা যায়। রোহিত গোটা অনুশীলনে ফরোয়ার্ড ডিফেন্স, তাঁর অতিপরিচিত পুল শট যেমন খেলেন, তেমন তাঁকে রিভার্স স্যুইপও খেলতে দেখা যায়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ২৯৫ রানের বিরাট ব্যবধানে জয়, অস্ট্রেলিয়াকে দুরমুশ করে বর্ডার-গাওস্কর ট্রফিতে এগিয়ে গেল ভারত