মুম্বই: রিকি পন্টিং (Ricky Ponting) ও জাস্টিন ল্যাঙ্গারকে (Justin Langer) ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team Coach) কােচ হাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল? প্রশ্নের সঠিক উত্তর কারও জানা নেই। কিন্তু গতকাল এই প্রাক্তন অজি এই বিষয় নিজেদের অনীহার কথা জানানোর পরের দিনই এই ইস্যুতে মুখ খুললেন জয় শাহ (Jay Shah)। বিসিসিআই সচিব (Bcci Secretary) জানিয়ে দিলেন যে পন্টিং ও ল্যাঙ্গারকে নাকি কোচ হওয়ার জন্য কোনও প্রস্তাবই দেওয়া হয়নি। এক বিবৃতিতে জয় শাহ জানিয়ে দিলেন, ''আমি বা বিসিসিআইয়ের কোনও কর্তার তরফে কোনও অজি ক্রিকেটারকে কোচ হওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়নি।'' উল্লেখ্য, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই জাতীয় দলের কোচের পদ থেকে অব্যহতি নিচ্ছেন রাহুল দ্রাবিড়।
এরপরই জয় শাহ আরও বলেন, ''এমন কাউকে ভারতের কোচ হিসেবে আমরা চাইছি, যাঁর ভারতীয় ক্রিকেটের সম্পর্কে গভীর জ্ঞান রয়েছে এবং ধাপে ধাপে উঠে এসেছেন। তেমন ব্যক্তিদের চিহ্নিত করার কাজ করছি আমরা। ভারতের পরবর্তী কোচ যিনি হবেন, তাঁর ভারতের ক্রিকেট সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকা প্রয়োজন। যাতে তিনি ভারতীয় ক্রিকেটকে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে পারেন।''
এর আগে সংবাদমাধ্যমে একটি খবর ছড়িয়েছিল পন্টিং, ল্যাঙ্গার, ফ্লেমিংকে ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার জন্য প্রস্তাব দিয়েছে বিসিসিআই। তিনজনই এই মুহূর্তে আইপিএলের তিনটি ফ্র্যাঞ্চাইজির হেডকোচের দায়িত্ব সামলাচ্ছেন। পন্টিং দীর্ঘদিন ধরে দিল্লি ক্য়াপিটালসের কোচ। ফ্লেমিং ২০০৯ সাল থেকে চেন্নাই সুপার কিংসের হেডকোচ। আর জাস্টিন ল্যাঙ্গারও কোচের দায়িত্ব সামলাচ্ছেন লখনউ সুপারজায়ান্টসের। এমনকী এর আগে অস্ট্রেলিয়ার জাতীয় দলের কোচ হিসেবেও দেখা গিয়েছে ল্যাঙ্গারকে। কিন্তু তিনজনই নাকি প্রস্তাব নাকচ করে দিয়েছেন। আইপিএলে কোচিং করানোয় ভারতের পরিবেশ-পরিস্থিতি নিয়ে ওয়াকিবহাল। ম্যান ম্যানেজমেন্ট দুর্দান্ত। তবে ভারতের কোচ হলে বছরে অন্তত ১০ মাস দেশের বাইরে থাকতে হবে। আগামী ২৮ মে কোচের পদে নাম দেওয়ার শেষ তারিখ। সূত্রের খবর, নাইট মেন্টর গৌতম গম্ভীরকেও নাকি প্রস্তাব দেওয়া হয়েছে বিসিসিআইয়ের তরফে। এখন দেখার। আপাতত আগামী ২৬ মে কলকাতা নাইট রাইডার্স আইপিএলের ফাইনালে খেলতে নামবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। সেই ম্য়াচের আগে অন্তপক্ষে গম্ভীর কোনও সিদ্ধান্তই নেবেন না নিশ্চয়। এখন দেখার শেষ পর্যন্ত কে রােহিতদের কোচের হটসিটে বসবেন।