আমদাবাদ: আর দিনকয়েক পরে, ২৫ জানুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় খেলতে নামবে ভারতীয় দল (Indian Cricket Team)। সেই সিরিজ়ের আগে টিম ইন্ডিয়ার উদ্বেগ বাড়াচ্ছে দলের তারকা ফাস্ট বোলারদের চোট। মহম্মদ শামি তো আহত ছিলেনই, এবার চোটের কবলে দলের তরুণ ফাস্ট বোলার প্রসিদ্ধ কৃষ্ণও (Prasidh Krishna)।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্যই নিজের আন্তর্জাতিক টেস্ট অভিষেক ঘটিয়েছিলেন প্রসিদ্ধ কৃষ্ণ। তাঁর পারফরম্যান্স একেবারেই আহামরি না হলেও, অধিনায়ক রোহিত শর্মা তাঁর পাশেই দাঁড়িয়েছিলেন। তবে ইংল্য়ান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজ়ের প্রথম দুই টেস্টের জন্য তাঁকে দলে রাখা হয়নি। দুর্ভাগ্যবশত প্রথম দুই টেস্টের দল ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা আগে কর্ণাটকের হয়ে গুজরাতের বিরুদ্ধে ম্যাচে পেশিতে চোট পান কৃষ্ণ। ম্যাচের প্রথম দিনই সেই চোটের জেরে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায় কৃষ্ণকে। তাই স্বাভাবিকভাবেই তিনি প্রথম দুই টেস্টে ভারতীয় দলে জায়গা পাননি।
ম্যাচে প্রসিদ্ধ ১৪.৫ ওভার বল করে দুইটি উইকেট নেন। তবে চোট পাওয়ার পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী তিনি ম্যাচের বাকি দিনগুলিতে আর মাঠে নামবেন না। মহম্মদ শামি গোড়ালির চোট পাওয়ার বিশ্বকাপে থেকে এখনও পর্যন্ত ২২ গজের বাইরে। তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়েই টিম ইন্ডিয়ার দলে প্রত্যাবর্তন ঘটাবেন বলে পূর্বাভাস দিলেও, এখনও সম্পূর্ণ ফিট হতে পারেননি। তাই তাঁকে প্রথম দুই টেস্টে দলেও রাখা হয়নি। শামিকে নিয়ে ভারতীয় নির্বাচকরা কোনওরকম ঝুঁকি নিতে নারাজ। তবে শামি, প্রসিদ্ধর অনুপস্থিতিতেও বেশ মজবুত বোলিং বিভাগ নিয়েই ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে ভারত।
১৬ জনের দলে বড় চমক বলতে ধ্রুব জুরেল। প্রথমবার ভারতীয় দলে ডাক পেলেন তরুণ কিপার-ব্যাটার। দলে রয়েছেন বাংলার মুকেশ কুমারও। ঈশান কিষাণকে এই দুই টেস্টের দলে রাখা হয়নি। তিন উইকেট-কিপার ব্যাটার, চার স্পিনার এবং চার ফাস্ট বোলার সুযোগ পেয়েছেন ভারতীয় দলে। দক্ষিণ আফ্রিকা সিরিজ়ে শ্রেয়সের ব্যাটিং টেকনিক নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টের দলে তিনি সুযোগ পেয়েছেন। ওই সিরিজ়ে দলের নেতৃত্বে যথারীতি রোহিত শর্মা, সহ-অধিনায়কত্ব করতে দেখা যাবে যশপ্রীত বুমরাকে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: 'বেবি স্টেপস', ২২ গজে ফেরার প্রস্তুতি, নেটে ব্যাট হাতে নেমে পড়লেন সূর্যকুমার যাদব