মুম্বই: আগামী বছর ভারত ও শ্রীলঙ্কা যুগ্মভাবে আয়োজন করবে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2026)। তার আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টােয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ফের একবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। আর সেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবেই খেলতে নামবে ভারতীয় দল। কিন্তু মেগা টুর্নামেন্টে নামার আগে কুড়ির ফর্ম্য়াটে আর কোন কোন চ্যালেঞ্জের সম্মুখিন হতে হবে টিম ইন্ডিয়াকে? 

Continues below advertisement

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল। আগামী ৯ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে সেই সিরিজ। কটকের বারাবাটি স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি, দ্বিতীয় ম্যাচটি ১১ ডিসেম্বর মুল্লানপুরে, তৃতীয় টি-টোয়েন্টি ম্য়াচটি হবে আগামী ১৪ ডিসেম্বর ধরমশালার এইচপিসিএ স্টেডিয়ামে, ও আগামী ১৭ ডিসেম্বর চতুর্থ টি-টোয়েন্টি ম্য়াচটি লখনউয়ের একানা স্টেডিয়ামে হবে। আগামী ১৯ ডিসেম্বর পঞ্চম টি-টোয়েন্টি ম্য়াচটি হবে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। 

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের পর নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে আগামী জানুয়ারিতে ফের একটি পাঁচ ম্য়াচের সিরিজ খেলতে নামবে ভারতীয় দল। আগামী ২১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে সিরিজ। ম্য়াচগুলো হবে নাগপুর, রাইপুর, গুয়াহাটি, বিশাখাপত্তনম, থিরুবনন্তপুরমে।

Continues below advertisement

অর্থাৎ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মো ১০টি টি-টোয়েন্টি ম্য়াচ খেলবে ভারতীয় দল। এখনও পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে মোট ৪৪টি ম্য়াচ খেলেছে ভারত। তার মধ্যে ২৭ ম্য়াচে জয় ছিনিয়ে নিয়েছে তারা। ১৫ ম্য়াচে হারতে হয়েছে। একটি ম্য়াচ টাই হয়েছে ও একটি ম্য়াচের কোনও ফল বেরয়নি।

আগামী বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের এক্স ফ্যাক্টর হতে পারেন অভিষেক শর্মা। চলতি বছর এশিয়া কাপ জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন অভিষেক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টােয়েন্টি সিরিজে সবচেয়ে বেশি রানের মালিক এই মুহূর্তে অভিষেক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ২-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। প্রথম ও পঞ্চম টি-টোয়েন্টি ম্য়াচটি বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছে। গোটা সিরিজে অভিষেক ব্যাট হাতে দুর্দান্ত ব্যাটিং করেছেন। রমেশ নিজের ইউটিউব চ্যানেলে কথা বলতে গিয়েছে বলছেন, ''আমার মতে আগামী বছর ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের এক্স ফ্য়াক্টর হতে চলেছে অভিষেক শর্মা।''

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও টুর্নামেন্টের সেরা নির্বাচিত হয়েছেন অভিষেক শর্মা।