নিউ ইয়র্ক: রমরমিয়ে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) মহারণ। ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া (Team India)। সেইম্যাচসহ গ্রুপ পর্বের চার ম্যাচের মধ্যে ভারতীয় দলের তিনটি ম্যাচই নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামে আয়োজিত হবে। তবে নিউ ইয়র্কের অনুশীলন সুযোগ সুবিধায় সন্তুষ্ট নন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)।


নিউ ইয়র্কের ক্যান্টিয়েগ পার্কে টিম ইন্ডিয়ার অনুশীলনের বন্দোবস্ত করা হয়েছে। ভারতীয় দলের তরফে অনুশীলনের সুযোগ সুবিধা নিয়ে হতাশা রয়েইছে, তা আগেভাগেই শোনা যাচ্ছিল। এবার ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ের মুখেও এই প্রসঙ্গে খানিক অসন্তোষই ধরা পড়ল। মুচকি হাসি দিয়ে দ্রাবিড় রিপোর্টারদের সাংবাদিক সম্মেলনে বলেন, 'একটি পার্কে অনুশীলন করার বিষয়টা বেশ অদ্ভুতই। বিশ্বকাপে তো বড় বড় স্টেডিয়ামেই খেলাগুলি আয়োজিত হয় বা প্রথাগতভাবে স্টেডিয়ামগুলি অন্তত ক্রিকেট স্টেডিয়াম হয়। তবে আমরা তো পাবলিক পার্কে অনুশীলন করছি।'


ভারতীয় দলের বেশিরভাগ ম্যাচগুলি যে নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হবে, সেই স্টেডিয়ামের পিচগুলি নিয়েও যথেষ্ট প্রশ্নচিহ্ন রয়েছে। এখানকার পিচগুলি অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসা ড্রপ ইন পিচ। সেই পিচেই গতকাল দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা একে অপরের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে অনরিক নখিয়ার অনবদ্য বোলিংয়ে ভর করে ৭৭ রানে শ্রীলঙ্কাকে অল আউট করে দেয় দক্ষিণ আফ্রিকা। জবাবে অল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমেও বেশ চাপে পড়তে হয় প্রোটিয়াদের। ৭৮ রান তাড়া করতে কুইন্টন ডি ককদের ১৬ ওভারেরও বেশি সময় লাগে। তাই টিম ইন্ডিয়ার ম্যাচে কেমন পিচ হবে সেই নিয়ে উদ্বেগ রয়েইছে।


বিশ্বকাপে ভারতীয় দলের ওপেনিং জুটি নিয়েও প্রশ্নচিহ্ন রয়েছে। কারণ আসন্ন বিশ্বকাপের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে রোহিতের সঙ্গে যশস্বীকে ওপেন করতে দেখা যায়নি। বরং সঞ্জু স্যামসন নেমেছিলেন ওপেন করতে। অনেক বিশেষজ্ঞই আবার বিশের বিশ্বকাপে রোহিতের সঙ্গে বিরাট কোহলিকে ওপেন করানোর পক্ষে। দ্রাবিড় কিন্তু আগেভাগে কিছুই জানাতে চাননি। তিনি বলেন, 'আমাদের দলে রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়াল রয়েছে। বিরাট কোহলিও ওপেন করতে পারে। আইপিএলে তো ওপেনই করেছিল। তাই সবকিছুই সম্ভব। আগেভাগেই কিছু বলা যাবে না।'   


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ভারত-পাক ম্যাচে নাশকতার ছক! বাড়ল নিরাপত্তা, আশ্বস্ত করলেন নাসাউ কাউন্টির এগজিকিউটিভ