বার্বাডোজ: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথম ওয়ান ডেতে (IND vs WI 1st ODI) বল হাতে অনবদ্য পারফর্ম করেছেন ভারতীয় বোলাররা। ফাস্ট বোলাররা ওয়েস্ট ইন্ডিজ়ের ব্যাটিং ধসের শুরুটা করলেও, ভারতীয় স্পিনাররা মূলত ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ে ধস নামান। কুলদীপ যাদব (Kuldeep Yadav) ও রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) দুরন্ত বোলিং পারফরম্যান্সের পাশাপাশি প্রথম ওয়ান ডেতে বিশ্বরেকর্ডও গড়ে ফেলেন।


কুলদীপ যাদব তিন ওভারে ছয় রানের বিনিময়ে চার উইকেট নেন। অপরদিকে, রবীন্দ্র জাডেজা ৩৭ রানের বিনিময়ে তিন উইকেট নেন। কুলদীপ ও জাডেজা এই দুরন্ত পারফরম্যান্সের সুবাদেই নতুন ইতিহাসও গড়ে ফেললেন। দুই স্পিনার মিলিয়ে এই ম্যাচে মোট সাত উইকেট নেন যা। এর আগে কোনও বাঁ-হাতি স্পিন জুটি একটি ওয়ান ডেতে এতগুলি উইকেট নিতে সক্ষম হয়নি। সেই পরিপ্রেক্ষিতে ইতিহাসের পাতায় নাম তুললেন ভারতীয় তারকারা। 


 






ম্যাচের প্রথম ভাগে ভারতীয় বোলারদের স্পিন-জালে নাজেহাল ক্যারিবিয়ানরা। কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা জোড়া ঘূর্ণির দাপটে কাত ক্যারিবিয়ানরা। ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে মাত্র ১১৪ রানে অলআউট তারা। ক্যারিবিয়ান ইনিংস ক্রিজে টেকে মাত্র ২৩ ওভারে। কুলদীপ ৪ টি ও জাদেজা ৩ টি উইকেট নেন। ভারতের ওডিআই ক্রিকেট ইতিহাসে এই প্রথমবার স্পিনাররা বিপক্ষের ৭ উইকেট তুলে নিলেন। 


মাত্র ৮ ওভারের মধ্যে শেষ ৬ উইকেট খোওয়াত ক্যারিবিয়ানরা। কুলদীপ যাদব মাত্র ৩ ওভার বল করে ৪ উইকেট তুলে নেন। ভারতের চায়নাম্যান বোলারের ৩ ওভারের মধ্যে ২ টিই মেডেন। কুলদীপের চার উইকেটের পাশাপাশি ৩ উইকেট নেন রবীন্দ্র জাদেজা। আর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের মঞ্চে মুকেশ কুমার, হার্দিক পাণ্ড্য ও শার্দুল ঠাকুর একটি করে উইকেট নেন।


ভারতীয় ব্যাটারদের পক্ষে ইশান কিষাণ (৫২) হাফ সেঞ্চুরি হাঁকান। ওপেন করতে নামা শুবমন গিল (৭), তিনে সূর্যকুমার যাদব (১৯) ও হার্দিক পাণ্ড্য (৫) ব্যাট হাতে বড় রান না পেলেও অল্প রানের লক্ষ্যমাত্রার সামনে ভাল ইনিংস খেলেন ভারতের কিপার-ব্যাটার ইশান কিষাণ। ৪৬ বলে ৭ টি চার ও ১ টি ছক্কার সাহায্যে ৫২ রানের ইনিংস খেলেন তিনি। শার্দুল ঠাকুর (১) ব্যর্থ হলেও রবীন্দ্র জাদেজা (অপরাজিত ১৬) ও সাত নম্বরে ব্যাট করতে নেমে অধিনায়ক রোহিত শর্মা (অপরাজিত ১২) সহজেই বাকি কাজটা সেরে ফেলেন। দুরন্ত জয়ের সুবাদে তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: গতিতে বলটা সুইং করাতে পারে, মুকেশের প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় অধিনায়ক রোহিত