নিউ ইয়র্ক: টি-টােয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) জন্য আমেরিকার মাটিতে পা রাখার পর থেকে পুরোদস্তুর প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। নিউ ইয়র্কের ক্যান্টিয়াগ পার্কে অনুশীলন সারছেন রোহিত বাহিনী। কিন্তু মাঠ ও অনুশীলনের পরিকাঠামো নাকি একদমই পছন্দ হয়নি টিম ম্য়ানেজমেন্টের। কোচ রাহুল দ্রাবিড়ও যথেষ্ট অসন্তোষ প্রকাশ করেছেন অনুশীলনের পর। 


বিসিসিআইয়ের তরফে এক সূত্র জানিয়েছেন, ''পিচ থেকে শুরু করে সবরকম পরিকাঠামোই মেক শিফ্ট। এটুকু বলা যেতে পারে যে ভীষণ গড়পরতার পরিকাঠামো ও পরিবেশ। দলের তরফে এই বিষয়ে আইসিসিকে জানানোর ভাবনা চিন্তা করা হয়েছে।''


উল্লেখ্য, আগামী ৫ জুন প্রথম ম্য়াচ ভারতের আয়ারল্যান্ডের বিরুদ্ধে। কিন্তু তার আগে বাংলাদেশের বিরুদ্ধে আগামী ১ জুন প্রস্তুতি ম্য়াচে খেলতে নামবে টিম ইন্ডিয়া। গ্রুপ পর্বের তিন ম্য়াচে পাকিস্তান, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিউ ইয়র্কের মাঠেই খেলবে রোহিত বাহিনী। কানাডার বিরুদ্ধে ম্য়াচটি ফ্লোরিডায় খেলবে ভারতীয় দল। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কোনও অনুশীলনের পর্যাপ্ত ব্যবস্থাই নেই। 


বেশ কিছুদিন আগেই ভারতীয় দলের সদস্যরা রোহিত শর্মার নেতৃত্বে পৌঁছে গিয়েছিল নিউ ইয়র্কে। যদিও গোটা দল একসঙ্গে যায়নি। হার্দিক পাণ্ড্য পরে দলের সঙ্গে যোগ দেন। বৃহস্পতিবার যোগ দেন রিঙ্কু সিংহ। বিরাট কোহলি এখনও দলের সঙ্গে যোগ দেননি। বিরাট কোহলিকে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্য়াচেও আদৌ পাওয়া যাবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। সূত্র বলছে যে বিরাট নাকি কিছুদিনের অতিরিক্ত ছুটি চেয়েছিলেন বোর্ডের থেকে। আর বোর্ডের তরফেও সেই ছুটি মঞ্জুর করা হয়েছে। 


এদিক, বৃহস্পতিবারই দলের সঙ্গে যোগ দিয়েছেন রিঙ্কু সিংহ। কেকেআরের জার্সিতে সদ্য আইপিএল জিতেছেন। ভারতের ১৫ সদস্যের দলে তিনি নেই, কিন্তু রিঙ্কুকে রিজার্ভ প্লেয়ার হিসেবে দলের সঙ্গে রাখা হয়েছে। এছাড়াও রিঙ্কুর সঙ্গে তালিকায় রয়েছেন শুভমন গিল, খলিল আহমেদ, আবেশ খান। তাঁরা প্রত্যেকেই নিউ ইয়র্কে রয়েছেন। 


২০১৩ সালের পর আইসিসি ট্রফি ঘরে তুলতে পারেনি টিম ইন্ডিয়া। গত বছরে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ও ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে দুবার স্বপ্নভঙ্গ হয়েছে। রোহিত শর্মার নেতৃত্বে আরও একটা সুযোগ আছে ভারতের সামনে। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে তাই মরিয়া থাকবে গোটা দল