নয়াদিল্লি: ৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এবারের দলীপ ট্রফি (Duleep Trophy)। শেষ হবে ১৯ সেপ্টেম্বর। এই সময়কালের সিংহভাগে ভারতীয় দলের কোনও ম্যাচ নেই। সেই কারণেই বিরাট কোহলি, রোহিত শর্মার মতো কিছু সিনিয়র ক্রিকেটার বাদে সিনিয়র দলের আশেপাশে থাকা কার্যত সব ক্রিকেটারই দলীপ ট্রফিতে সুযোগ পেয়েছেন। তবে রিঙ্কু সিংহকে (Rinku Singh) দলীপ ট্রফির কোনও দলেই রাখা হয়নি।


ভারতের বিশ্বকাপ দলে ব্রাত্য হলেও, শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে ভারতীয় দলের অংশ ছিলেন রিঙ্কু। এবারের দলীপ ট্রফিতে ১৫ জনের চারটি দল অর্থাৎ মোট ৬০জন ক্রিকেটারের নাম ঘোষণা করেছে অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। তবে টি-টোয়েন্টি দলের সদস্য হলেও রিঙ্কুকে সুযোগ দেওয়া হয়নি। অনেকেই নির্বাচকদের এই সিদ্ধান্তে বেশ অবাকই হয়েছেন। প্রশ্ন উঠেছে কেন রিঙ্কু বাতিল হলেন। এবার সেই কারণটা নিজেই জানালেন তরুণ তুর্কি।


রিঙ্কুর মতে তিনি ঘরোয়া ক্রিকেটে তেমন ম্যাচ তো খেলেনইনি, খুব একটা পারফর্মও করতে পারেননি। সেই কারণেই তাঁকে নির্বাচকরা দলীপ ট্রফির কোনও দলে রাখেননি। রিঙ্কু সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, 'আমি তো ঘরোয়া ক্রিকেটে ভাল পারফর্ম করতে পারিনি। রঞ্জি ট্রফিতে একেবারেই তেমন সংখ্যক ম্যাচও খেলেনি। মেরেকেটে হয়তো দুই, তিনটে ম্যাচে মাঠে নেমেছিলাম। আমি ভাল খেলতে পারিনি, তাই আমায় নির্বাচন করা হয়নি। তবে পরবর্তী রাউন্ডের ম্য়াচগুলিতে হয়তো নির্বাচিত হতে পারি।'


বিসিসিআইয়ের তরফে দলীপ ট্রফির দল ঘোষণার সঙ্গে সঙ্গেই জানানো হয়েছিল পরবর্তী রাউন্ডের ম্যাচগুলিতে যে সব ভারতীয় ক্রিকেটাররা বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে সুযোগ পাবেন, তাঁরা খেলবেন না। অর্থাৎ, কেএল রাহুল, রবীন্দ্র জাডেজা, শুভমন গিল, ঋষভ পন্থরা জাতীয় দলে ফিরে গেলে রিঙ্কুর ভাগ্যের চাকা ঘুরতেও পারে।


রিঙ্কু সাম্প্রতিককালে তেমন ঘরোয়া ক্রিকেট না খেললেও, তাঁর ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স কিন্তু বেশ চমকপ্রদ। ৪৭টি প্রথম শ্রেণির ম্যাচে বাঁ-হাতি ব্যাটার এখনও পর্যন্ত ৩১৭৩ রান করেছেন। তাঁর ব্য়াটিং গড় ৭১.৫৯। ২০টি অর্ধশতরানের পাশাপাশি, ঘরোয়া ক্রিকেটে সাতটি শতরান হাঁকানোর কৃতিত্বও রয়েছে রিঙ্কুর দখলে। সেই কারণেই দলীপ ট্রফিতে তাঁর ব্রাত্য হওয়াটা নিয়ে অনেকেই ভ্রু কুঁচকেছিলেন। তবে পরবর্তী রাউন্ডে তিনি ডাক পান কি না, সেটাই দেখার। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ধাবায় ভুরিভোজ সারলেন ধোনি, বন্ধুদের সঙ্গে চলল জমিয়ে আড্ডাও