দুবাই: মোহালিতে অস্ট্রেলিয়াকে (Australia Cricket Team) হারিয়েই আইসিসির ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ে (ICC ODI Rankings) শীর্ষে পৌঁছে গিয়েছিল ভারতীয় দল (Indian Cricket Team)। ইনদওরে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচেও (IND vs AUS 2nd ODI) অজ়িদের বিরুদ্ধে জয় পেয়েছে ভারত। ৯৯ রানে কেএল রাহুলের নেতৃত্বাধীন দল অস্ট্রেলিয়াকে পরাজিত করে। এই জয়ের সুবাদে ভারতীয় দল তিন ম্যাচের সিরিজ তো পকেটে পুরেইছে, পাশাপাশি বিশ্বকাপ পর্যন্ত অন্তত ব়্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পাকা করে ফেলেছে টিম ইন্ডিয়া।


বর্তমানে আইসিসি ওয়ান ডে ব়্যাঙ্কিংয়ে ১১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ভারতীয় দল। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান (Pakistan Cricket Team) ১১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। অপরদিকে, অস্ট্রেলিয়া নাগাড়ে পাঁচ ম্যাচ হেরে বেশ খানিকটা পিছিয়ে পড়েছে। প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দলের দখলে বর্তমানে ১১০ রেটিং পয়েন্ট রয়েছে। তাঁরা আপাতত ব়্যাঙ্কিংয়ে তিনে। ভারতীয় দলের শীর্ষস্থান দখলে রাখার জন্য দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে জয়ের প্রয়োজন ছিল এবং তাঁরা ঠিক সেটাই করেছে। 


অবশ্য শুধু ওয়ান ডে নয়, টিম ইন্ডিয়া কিন্তু টেস্ট ও টি-টোয়েন্টি ফর্ম্যাটেও ব়্যাঙ্কিংয়ে একে রয়েছে। ক্রিকেটের ইতিহাসে মাত্র দ্বিতীয়বার কোনও দল তিন ফর্ম্যাটেই ব়্যাঙ্কিংয়ে একই সময়ে শীর্ষস্থান নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছে। এর আগে একমাত্র দল হিসাবে এই কীর্তি ছিল দক্ষিণ আফ্রিকার দখলে। প্রোটিয়াদের সেই কৃতিত্বে ভাগ বসিয়েছে টিম ইন্ডিয়া।


রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ৩৯৯ রান বোর্ডে তুলে নেয় রাহুলের দল। ভারতের হয়ে শুভমন গিল নিজের স্বপ্নের ফর্ম অব্যাহত রাখেন। কেরিয়ারের ষষ্ঠ শতরান হাঁকান তরুণ ওপেনার। অপরদিকে, শ্রেয়স আইয়ারও ১০৫ রানের অনবদ্য ইনিংসে সমালোচকদের কড়া জবাব দেন। এই দুই তারকার ব্যাটে ভর করেই নির্ধারিত ৫০ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে ৩৯৯ রান তোলে ভারত।


তবে বৃষ্টির জন্য অস্ট্রেলিয়ার ব্যাটিং ইনিংস ব্যাহত হয়। ডাকওয়ার্থ লুইস নিয়মে জয়ের জন্য অজ়িদের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩৩ ওভারে ৩১৭ রান। তবে ২১৭ রানের বেশি করতে পারেননি অজ়িরা। শন অ্যাবোটের লড়াকু অর্ধশতরানের ইনিংস সত্ত্বেও ৯৯ রানে হারতে হয় অস্ট্রেলিয়াকে।  বল হাতে তিনটি করে উইকেট তুলে নিলেন ভারতের স্পিন জুটি আর অশ্বিন ও রবীন্দ্র জাডেজা। এই নিয়ে ইনদওরের হোলকার স্টেডিয়ামে নাগাড়ে সাচটি ওয়ান ডে ম্য়াচে জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় ওয়ান ডেতেও মাঠে নামতে পারবেন না অক্ষর?