নয়াদিল্লি: বেশ কিছুদিন জাতীয় টি-টোয়েন্টি দলে ফিরেছিলেন শুভমন গিল (Shubman Gill)। তাঁকে দলের সহ-অধিনায়কও করা হয়। তবে পরপর ব্যর্থ হওয়ার পর তাঁকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2026) দল থেকে বাদ দেওয়া হয়। কিন্তু একেবারে সহ-অধিনায়ক থেকে দল থেকেই বাদ, কেন গিলকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হল?
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্য সমাপ্ত সিরিজ়ে প্রথম তিন ম্যাচ খেলার পর বিশ্বকাপ দল থেকে যে গিল বাদ পড়বেন, এমনটা অনেকেই প্রাথমিকভাবে ভাবতে পারেননি। Indian Express-র রিপোর্ট অনুযায়ী শুভমন গিলকেও কিন্তু টি-টোয়েন্টি দল থেকে ছেঁটে ফেলার বিষয়ে আগেভাগে জানানো হয়নি। তিনি দল ঘোষণার দিন, অর্থাৎ শনিবারই এই বিষয়ে জানতে পারেন। তবে ভারতীয় নির্বাচকরা তাঁকে দল থেকে বাদ দেওয়ার বিষয়ে বেশ কয়েকদিন আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রিপোর্ট অনুযায়ী, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যে পিচগুলি ব্যবহার করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেইটাই এই সিদ্ধান্তের পিছনে অন্যতম বড় কারণ। ভারতীয় দল বিশ্বকাপে নিজেদের প্রতিটি ম্যাচ ভিন্ন ভিন্ন মাঠে খেলবে। যত সময় যাবে ততই পিচগুলি আরও মন্থর গতির হবে বলেই অনুমান করা হচ্ছে। সেই কারণেই পাওয়ার প্লেতে বড় রান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। সেই দিক থেকে দ্রুত গতিতে রান করার ক্ষেত্রে গিলের থেকে স্যামসন, অভিষেক শর্মা ও ঈশান কিষাণের দক্ষতার প্রতিই নির্বাচকরা বেশি আস্থা দেখিয়েছেন। এই দৌড়েই পিছিয়ে পড়ায় গিলকে বিশ্বকাপের দল থেকে ছেঁটে ফেলা হয়েছে বলে রিপোর্ট দাবি করা হচ্ছে।
গিলকে বাদ দেওয়ার প্রসঙ্গে নির্বাচনী বৈঠকের পর প্রধান নির্বাচক অজিত আগরকর বলেন, 'শুভমন দুর্দান্ত ক্রিকেটার। হয়তো সম্প্রতি রান পাচ্ছে না। কিন্তু ফর্মের জন্য নয়, ওকে নেওয়া হয়নি কম্বিনেশনের জন্য।' একই সুর শোনা গেল অধিনায়ক সূর্যকুমার যাদবের গলায়। বললেন, 'শুভমনের ফর্ম নিয়ে প্রশ্নই নেই। মান নিয়েও প্রশ্ন নেই। ওকে কম্বিনেশনের জন্যই বাদ দেওয়া হয়েছে। আমরা চেয়েছিলাম একজন উইকেটকিপার ইনিংস ওপেন করবে সেটা নিশ্চিত করতে।'
টি-২০ বিশ্বকাপ ও নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ভারতীয় দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, ঈশান কিষাণ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিঙ্কু সিংহ, যশপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিংহ, কুলদীপ যাদব, হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর ও অক্ষর পটেল (সহ অধিনায়ক)।